করোনায় মৃত‍্যু হলে ২৫ লাখ, বিধি নিষেধ মেনেই শুটিং শুরু টলিপাড়ায়, ১৫ জুন থেকে নতুন এপিসোড

বাংলাহান্ট ডেস্ক: ১০ জুন থেকে শুরু হচ্ছে টালিগঞ্জের শুটিং (shooting)। ১৫ জুন থেকেই শুরু হয়ে যাবে নতুন এপিসোডের (episode) সম্প্রচার। রাজ‍্য সরকার অবশ‍্য ১ লা জুন থেকেই অনুমতি দিয়েছিল সিরিয়ালের (serial) শুটিং করার। কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে ১০ তারিখ থেকে শুরু হচ্ছে শুটিং। তবে চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম।
শুটিং শুরু হলেও ইউনিটে ৩৫ জনের বেশি রাখার অনুমতি নেই। সম্মিলিত ভাবে তৈরি করা হচ্ছে করোনা ফান্ড। কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পাবে ২৫ লক্ষ টাকা। এর ৫০ শতাংশ দেবে চ‍্যানেল কর্তৃপক্ষ, ৪০ শতাংশ প্রযোজক ও ১০ শতাংশ আর্টিস্ট ফোরাম। অসুস্থ হলে সরকারের থেকে পাওয়া যাবে টাকা।

images 2020 06 05T123056.119
তবে সিরিয়ালের শুটিং শুরু নিশ্চিত হয়ে গেলেও সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও নিশ্চিত হয়নি। চেষ্টা করা হচ্ছে সিনেমার শুটিংও ১০ জুন থেকেই শুরু করতে। তবে এখানেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বয়স্ক আর্টিস্টদের শুটিং করতে হলে লিখিত জমা দিতে হবে।
১০ বছরের কম বয়সের বাচ্চাদের নিয়ে এখনও শুটিং করার অনুমতি মেলেনি। মেকআপ সব আর্টিস্টরাই নিজেরটা ব‍্যবহার করবে। প্রতিদিনের কস্টিউম নিয়ে যেতে হবে বাড়িতে। এতসব বিধি নিষেধ নিয়েই শুটিং শুরুর তোড়জোড় চলছে স্টুডিওপাড়ায়।
প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর থেকেই বন্ধ হয়ে যায় চলতি ধারাবাহিকগুলির সম্প্রচার। পর্যাপ্ত এপিসোডের ব‍্যাঙ্কিং না থাকায় প্রথমে পুরনো এপিসোডগুলিই আবার সম্প্রচার শুরু করে চ‍্যানেল কর্তৃপক্ষ। তার সঙ্গে যুক্ত হয় বেশ কয়েকটি পুরনো অথচ তুমুল জনপ্রিয় ধারাবাহিক। তবে শুটিং খবরে হাসি ফুটেছে কলাকুশলী তথা সিরিয়ালপ্রেমীদের মুখে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর