দক্ষিণেশ্বরে হোটেলে তল্লাশির সময় শ্যুটআউট, পুলিশ দেখেই চলল গুলি! আহত সিভিক ভলেন্টিয়ার

বাংলাহান্ট ডেস্ক : আর পাঁচটা হোটেলের মতোই দক্ষিণেশ্বরের (Dakshineswar) একটা হোটেল। সেই হোটেলেই চলছিল পুলিশ আধিকারিকদের তল্লাশি। কিন্তু, তল্লাশি চলাকালীন সময়েই হঠাৎই গুলির শব্দে (Shootout) কেঁপে উঠল হোটেলের (Hotel) ঘর। আর তারপরেই দুষ্কৃতীদের (Miscreant) হামলায় আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার (Civic volunteer)। একটি আগ্নেয়াস্ত্র সহ পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে (Arrest)।

জানা গিয়েছে, সেই হোটেলে পুলিশ ঢুকেছে বুঝতে পেরেই গুলি চালায় দুষ্কৃতীরা। সেই মুহুর্তেই ওই সিভিক ভলেন্টিয়ারের পায়ে গুলি লাগে। ইতিমধ্যেই তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। হোটেলের মধ্যে পরপর গোলাগুলির খবর প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

বলা বাহুল্য, দিন কয়েক আগেই রহড়া থানা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানা থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার ডাকাতি হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যই রহড়া থানার পুলিশ অনুসন্ধান শুরু করেন এরপরই পুলিশের কাছে গোপন সূর্যমাপক খবর আসে যে ওই ডাকাতের দলটি দক্ষিণেশ্বরের একটি হোটেলে ঠাঁই নিয়েছে।

Dakshineswar hotel

যদিও এই দুষ্কৃতীরা কোথাকার সেই বিষয়ে কোন সঠিক তথ্য প্রকাশ্যে আসেনি। তবে, তারা এই রাজ্যেরই নাকি বাইরের রাজ্যেও তাদের চক্র রয়েছে সে ব্যাপারেই পুলিশের কর্মকর্তারা খোঁজ নিচ্ছেন। তবে দক্ষিণেশ্বরের মতো জমজমাট এলাকায় বিকেলবেলা এমন ভয়াবহ ঘটনা ঘটায় এলাকাবাসীর মনে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এই দলে আরও কেউ ছিল কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে আশাপাশের সমস্ত থানাকে অ্যালার্ট দেওয়া হয়েছে ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর