গোটা ভারতের মন জিতলেও সিরাজের ওপর খাপ্পা এই বলিউড অভিনেত্রী! বড় ক্ষতি করেছেন ভারতীয় পেসার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) ফাইনালে অবিশ্বাস্যভাবে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করে তারপর কোনও উইকেট ৩৭ বলের মধ্যে চেজ করে ফেলেন শুভমান গিলরা। শেষ কবে ওডিআই ফরম্যাট এতটা দাপট দেখিয়ে জয় পেয়েছিল ভারত সেটা কেউই মনে করতে পারছেন না। তবে এই জয়ের পেছনে সবচেয়ে বেশি যার অবদান ছিল তিনি হলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ (Md. Siraj)।

কাল নিজের প্রথম ওভারে কোনও রান দেননি সিরাজ। কিন্তু নিজের দ্বিতীয় এবং ম্যাচের চতুর্থ ওভার থেকে শুরু হয় তার ধ্বংসলীলা। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং নেওয়ার পর কিছুক্ষণ বৃষ্টির কারণে ম্যাচটি আরম্ভ হতে দেরি হয়। আর সেই মেঘলা আবহাওয়ার সুবিধা নিয়ে মারাত্মক সুইংয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন সিরাজ।

   

উইকেটের পেছনে খোঁচা, এলবিডব্লিউ, আক্রমণ করতে গিয়ে, এমনকি বোল্ড করে মানে প্রায় সবরকম ভাবে কাল উইকেট পেয়েছেন সিরাজ। গোটা ক্রিকেট বিশ্ব তার পারফরম‍্যান্স দেখে তার প্রশংসায় পঞ্চমুখ। ৭ ওভার বোলিং করে একটি মেডেন সহ ২১ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন তিনি। তবে ভারতের সকলে কাল তার ওপর সন্তুষ্ট হলেও একজন হননি।

এই একজন হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রবিবার সন্ধ্যায় বেশ জমিয়ে ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনাল দেখতে বসার ইচ্ছা ছিল শক্তি কাপুরের কন্যার। কিন্তু ম্যাচ শেষ হয়ে যায় আড়াই ঘণ্টার মধ্যে। এই ব্যাপারটি নিয়ে সিরাজের ওপর ছদ্ম ক্ষোভ প্রকাশ করেছেন এই বলিউড অভিনেত্রী।

sk ss

আরও পড়ুন: BCCI-কে ভরসা দিলো রোহিতের ভারত! এই ৩ তারকার পারফরম্যান্স ঘরের মাটিতে জেতাবে ODI বিশ্বকাপ

সোশ্যাল মিডিয়ায় তিনি গাড়িতে বসে টুপি পড়ে একটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এবং তারপর সেইখানে তিনি মন্তব্য করেছেন, “এখন সিরাজকে জিজ্ঞাসা করো এই অবসর সময়টা আমি কিভাবে কাটাবো!” এই অভিনেত্রী একা নন, অনেকেই এই মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারা যাই বলুক না কেন বিশ্বকাপের আগে ভারতীয় পেসারের এহেন ফর্ম দেখে ভারতীয় দল বেশ কিছুটা স্বস্তি পাবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর