ভাগ্য খুলে গেল এই দুই ভারতীয় ক্রিকেটারের, নিলামে পেলেন বড় অংকের টাকা

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভাগ্য খুলে গেল ভারতের নতুন তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার এবং মিডিয়াম হর্ষাল প্যাটেলের। আইপিএল ২০২২-এর মেগা অকশনে এই দুই খেলোয়াড়ের জন্য মোট ২৩ কোটি টাকা খরচ হয়েছে। নিলামের প্রথম দিনে শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স ১২ কোটি ২৫ লাখ টাকায় কিনেছে।

shreyas iyer

এরপর ভারতের তরুণ মিডিয়াম পেসার এবং গত আইপিএল মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারী হর্ষল প্যাটেলকে আবার ১০ কোটি ৭৫ লাখ টাকায় ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছে। কেকেআর অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্সকে আবার ৭ কোটি ২৫ লাখ টাকায় কিনেছে, যেখানে শেষবার তাকে ১৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল।

IMG 20211121 111852

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে ৯.২৫ মিলিয়ন টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। একই সঙ্গে ভারতের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ানকেও ৮ কোটি ২৫ লাখ টাকায় কিনেছে পাঞ্জাব।

এছাড়া তারকা অফ স্পিনার অশ্বিনকে কিনেছে রাজস্থান রয়্যালস অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে রাজস্থান রয়্যালস ৫ কোটি এবং নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় কিনেছে। ভারতের তরুণ ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কলকে সাড়ে আট কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর