একটি দুর্ঘটনাই বদলে দিল সবকিছু, T-20 বিশ্বকাপের প্রথম পনেরোয় ঠাঁই পেলনা এই খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার (Team India) বিখ্যাত ব্যটসম্যান শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) টি-২০ বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু একটি দুর্ঘটনার জন্য বিশ্বকাপের জন্য বাছাই করা ১৫ জনের দলে জায়গা পেল না আইয়ার। শ্রেয়াসকে ভারতীয়ের উঠতি অলরাউন্ডার শার্দূল ঠাকুর আর দীপক চাহরের সঙ্গে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে।

টি-২০ বিশ্বকাপে তালিকায় থাকা ১৫ জন খেলোয়াড়দের মধ্যে কেউ যদি চোটের কারণে দল থেকে বাইরে চলে যায়, তবেই শ্রেয়াস আইয়ারকে জায়গা দেওয়া হতে আপরে। বলে দিই, এই বছরের মার্চ মাসে ভারত আর ইংল্যান্ডের মধ্যে হওয়া লিমিটেড ওভারের ম্যাচে শ্রেয়াস কাঁধে চোট পান। আর এরপর সার্জারির কারণে তিনি আপাতত মাঠের বাইরে।

আইয়ার বর্তমানে আরব আমিরশাহিতে হতে চলা আইপিএলের প্রস্তুতি নিচ্ছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলের প্রথম ভাবে আইয়ারের অনুপস্থিতির কারণে ঋশভ পন্থকে দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছিল। দিল্লি আইপিএলে ৮টির মধ্যে ৬টি ম্যাচ জিতে বর্তমানে সবার শীর্ষে রয়েছে।

তবে টি-২০ বিশ্বকাপে প্রথম ১৫ জনের মধ্যে কেউ চোট পেয়ে দলের বাইরে গেলে শ্রেয়াসই যে চ্যান্স পাবে, সেটাও বলা মুশকিল। কারণ বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং দুই দিক থেকেই নিজের যোগ্যতা প্রমাণ করেছে শার্দূল ঠাকুর। তাই সবার আগে তাঁর নামই যে উঠে আসবে, সেঁতা আর বলার অপেক্ষা রাখে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর