চাপের মাথায় আরও ভালো খেলেন, KKR-র অধিনায়ক হিসাবে বললেন শ্রেয়স আইয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা বনাম ভারত টি টোয়েন্টি সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন শ্রেয়স আইয়ার। এমতাবস্থায় তরুণ এই ক্রিকেটার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তিনি শুধু জাতীয় দলের হয়ে কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন তাই নয়, তাকে সম্প্রতি আইপিএল নিলামে নাইট রাইডার্স কিনেছে এবং তাকে দলের অধিনায়কত্বর দায়িত্বও দিয়েছে করেছে। এখন কেকেআর-এর অধিনায়ক হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির জন্য একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শ্রেয়স।

শ্রেয়স আইয়ার বলেন, “আমি এবার আইপিএলে নামবো একেবারে ভিন্ন মানসিকতা নিয়ে। আমি এখন আমার সিদ্ধান্ত নেইয়া এবং অধিনায়কত্বের ব্যাপারে খুবই সতর্ক। দলের প্রতিটি সদস্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আমি উন্মুখ। আমাদের চেষ্টা থাকবে দলে সেই সমন্বয় গড়ে তোলা যার ফলে দলের সকলে নিজের সেরাটা দিতে পারে।”

শ্রেয়স আরও যোগ করেছেন, “কেকেআর পরিবারের সদস্য হতে পারাটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমি সত্যিই অতীতে এই দলের হয়ে সমস্ত দুর্দান্ত খেলোয়াড়দের দ্বারা করা কাজের প্রশংসা করতে চাই। আমি তাদের দেখানো পথই অনুসরণ করতে চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি একজন ‘প্লেয়ার্স ক্যাপ্টেন’। আমি এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আমরা সবাই একটিমাত্র লক্ষ্যের কথা চিন্তা করি, যা হল বিজয়।”

গত মেগা অকশনে, কেকেআর শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে কিনেছে। এই আইপিএলের তিনি সবচেয়ে দামি তারকাদের মধ্যে একজন। আইপিএলে অধিনায়কত্ব করারও ভালো অভিজ্ঞতা রয়েছে শ্রেয়স আইয়ারের। তিনি এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্ব দিয়ে তাদের ফাইনালে তুলেছিলেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর