বর্ণবৈষম্য দণ্ডনীয় অপরাধ, আইন আনা উচিত, কামব্যাকের সঙ্গেই নিন্দুকদের বার্তা শ্রুতির

বাংলাহান্ট ডেস্ক: পরপর দুটো সিরিয়াল। তারপর একটা লম্বা বিরতি। প্রায় ১ বছরেরও বেশি সময় শ্রুতি দাসের (Shruti Das) দেখা মেলেনি পর্দায়। নন ফিকশন শো তে মাঝে মাঝে মুখ দেখিয়েছেন বটে, কিন্তু কোনো সিরিয়ালে সুযোগ পাননি শ্রুতি। শেষমেষ হবু স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনাতেই পুরনো চ্যানেল জি বাংলায় ফিরছেন তিনি। তাঁর নতুন সিরিয়ালের নাম ‘রাঙা বউ’।

প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পরেই ট্রোল শুরু হয়েছিল শ্রুতিকে নিয়ে। এই এক বছরেও নিন্দুকরা পিছু ছাড়েনি তাঁর। তাঁর কামব্যাকের খবর পেয়েই শুরু হয়ে গিয়েছে গায়ের রঙ নিয়ে কটাক্ষ। বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে সুর চড়াতে দেখা গিয়েছিল শ্রুতিকে। অভিযোগও দায়ের করেছিলেন তিনি। কিন্তু লাভের লাভ যে কিছু হয়নি তা প্রমাণ হয়েই গেল আবার।

Shruti das
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, আগে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এইসব বিষয় নিয়ে সরব হতেন। কিন্তু এখন তিনি ক্লান্ত। বিতর্ক থেকে দূরেই থাকতে চান তিনি। আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আইন আনার দাবি জানিয়েছিলেন। শ্রুতি বলেন, তাঁর একটা মামলা চলছিল। তিনি খুব সাহায্য পেয়েছেন।

তবে অভিনেত্রী বলেন, যদি বর্ণবৈষম্য নিয়ে যদি আইন আনা হয়, যদি এটা দণ্ডনীয় অপরাধ হয় তাহলে আর কেউ কারোর গায়ের রঙ নিয়েনিয়ে অপমান করতে পারবে না, বডি শেমিং বন্ধ হবে। তাই আইন আনা জরুরি বলে মনে করেন শ্রুতি।

এর আগে পর্দার পাখি বলেছিলেন, অনেক অডিশন দিয়েছিলেন তিনি। সুযোগ পাননি। অবশেষে ডাক পেয়েছেন। সর্বোপরি সৎ পথে থেকে কাজ পেয়েছেন। তাঁর হাত ধরে ফিরিয়ে এনেছে চ‍্যানেল। আর কোনো নিন্দায় কর্ণপাত করতেই রাজি নন তিনি। ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ‍্যায় কহেনা’, এতেই বিশ্বাসী শ্রুতি। তিনি শুধু নিজের কাজে ফোকাস করছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর