ভারতকে জিতিয়ে সচিন টেন্ডুলকারের এই বিশেষ রেকর্ডে ভাগ বসালেন শুভমান গিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জিম্বাবোয়ে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট খেললেও ভারতীয় দলের বিরুদ্ধে তাদের সেই ছন্দ দেখা যায়নি। প্রথমে ব্যাটিং করে গতকাল ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন ইনোসেন্ট কাইয়ারা। সিরিজ শুরুর আগে যদিও জিম্বাবোয়ে হুমকি দিয়ে রেখেছিল যে দ্বিতীয় দল পাঠিয়ে ভারত যদি ভাবে সহজেই তারা সিরিজটিতে তাহলে সেটা তারা হতে দেবে না। কিন্তু প্রথম ম্যাচে তাদের সেই কথার প্রতিফলন একেবারেই দেখা যায়নি।

প্রথমে ব্যাট করে দীপক চাহার, অক্ষর প্যাটেল, এবং প্রসিদ্ধ কৃষ্ণদের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপ। কুলদীপ যাদব বাদে প্রত্যেক ভারতীয় বোলারই উইকেট পান। উইকেট না পেলেও চায়নাম্যান স্পিনার যথেষ্ট কৃপণ বোলিং করেছেন। আর তারপর ব্যাট করতে নেমে একহইতে টোনা খুইয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় শিখর ধাওয়ান এবং শুভমান গিলের জুটি। জিম্বাবোয়ের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ৩০ ওভারেই পৌঁছে যায় ভারত।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এবার জিম্বাবোয়ে সফরের কথা বলছে শুভমান গিলের ব্যাট। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সিরিজ সেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমান। সেই রেশ ধরে রেখেই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৮২ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। শেষ চারটি ওডিআই ম্যাচ মিলিয়ে মোট ২৮৭ রান করেছেন পাঞ্জাবের তরুণ। সেইসঙ্গে করে ফেলেছেন এমন একটি রেকর্ড যা ভারতীয় ক্রিকেটে শুধুমাত্র ছিল সচিন টেন্ডুলকারের।

gill 1

ওডিআই কেরিয়ার এ ওপেন করতে নামার পর থেকে টানা পাঁচ ম্যাচে ৩০-এর ওপর রান করার কৃতিত্ব অর্জন করেছেন গিল। তিনি আর সচিন বাদে আর কোনও ভারতীয় ওপেনার নিজেদের প্রথম পাঁচ ওডিআইতে টানা ৩০ এর ওপর রান করে যেতে পারেননি। নিজের শেষ দুই ম্যাচে অপরাজিত রয়েছেন শুভমান। যবে থেকে নতুন করে আবার ভারতীয় দলে ওপেন করার সুযোগ পেয়েছেন তারপর থেকে নিজের ব্যাটিং শৈলীও বদলে ফেলেছেন তিনি। অনেকেই বলতেন তিনি সীমিত ওভারের ক্রিকেটে সফল হবেন না কারণ তিনি অতিরিক্ত ধীরগতিতে ব্যাটিং করেন। কিন্তু পরপর চারটি ওডিআই ম্যাচে নিজের সমালোচকদের ভুল প্রমাণ করেছেন তিনি। অবশ্য এখনও ভক্তরা বড় দলগুলোর বিরুদ্ধে তার পারফরমেন্স দেখার জন্য আগ্রহী হয়ে আছেন যে সুযোগ হয়তো তিনি অক্টোবর মাসেই পেয়ে যাবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর