দ্বিশতরানের পাশাপাশি আরও দুটি রেকর্ড গিলের! পেছনে ফেলেছেন সচিন, কোহলিদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এর আগে কোনও ক্রিকেটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) এত বড় রানের ইনিংস খেলতে পারেননি। অথচ এমন কীর্তি করে দেখালেন ভারতের তরুণ তারকা ওপেনার শুভমান গিল (Shubman Gill)। শেষ তিন ওভারে মারলেন ছয়টি ছক্কা। প্রায় অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে সম্পূর্ণ করলেন নিজের দ্বিশতরান। গোটা ক্রিকেট দুনিয়া এখন তাকে জানাচ্ছে কুর্নিশ।

সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেওবাগ, রোহিত শর্মা, ঈশান কিষানের পর পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করার রেকর্ড করলেন পাঞ্জাব তনয়। খেলেছেন ১৪৯ বল, করেছেন ২০৮ রান, মেরেছেন ১৯টি চার ও ৯টি ছক্কা। ভারতকে পৌঁছে দিয়েছেন ৩৪৯ অবধি। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল সচিন টেন্ডুলকারের (১৮৬)। কিন্তু তার সেই রেকর্ডটি আজ ভেঙে গিয়েছে। এছাড়াও গিলের এই ইনিংসটি নানা কারণে ঐতিহাসিক হয়ে থাকবে।

gill 3rd 100

প্রথমত আজকের হায়দরাবাদের উইকেটটি একেবারেই ব্যাটিং বান্ধব ছিল বললে অত‍্যুক্তি করা হবে। ভারতের বাকি ব্যাটারদের অবস্থা দেখলেই বোঝা যাবে। শুভমানকে বাদ দিলে দলের সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা যিনি আজ মাত্র ৩৪ রান করেছেন। উল্টো দিক থেকে তেমন সঙ্গ কখনোই পাননি। কার্যত ইনিংসের প্রথম ওভার থেকে শেষ ওভার অবধি তার দাপটে ভারত এগিয়েছে।

আজকের ম্যাচে দুটি বড় রেকর্ড গড়েছিলেন গিল। প্রথমত তিনি কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করার রেকর্ড গড়েছিলেন। তার আগে যে সমস্ত ক্রিকেটাররা এই অনন্য মাইলফলক ছুঁতে পেরেছেন তারা প্রত্যেকেই অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে। একমাত্র ব্যতিক্রম ঈশান কিষান। কিন্তু সচিন, গেইল, সেওবাগ, গাপ্টিল, রোহিত প্রত্যেকেই বেশ কিছু বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারপর এই কীর্তি ছুঁতে পেরেছিলেন। গিলের ক্ষেত্রে তেমনটা হয়নি।

তার পাশাপাশি আজ দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার এবং দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে ১০০০ রানের গন্ডি ছুঁয়েছেন গিল। তার আগেই এই রেকর্ডটি ছিল বিরাট কোহলির নামে। বিরাট কোহলির ১০০০ ওডিআই রান করতে সময় লেগেছিল ২৪ ইনিংস। বিশ্ব ক্রিকেটে দ্রুততম ১০০০ ওডিআই রান করা পাকিস্তানের ফাকার জামানের সময় লেগেছিল ১৮ ইনিংস। গিল সময় নিলেন ১৯ ইনিংস।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর