বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মানসিকভাবে হেরে গেল ভারত! শুভমান গিলকে নিয়ে এলো বিস্ফোরক আপডেট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যে ভয়টা ভারতীয় সমর্থকরা পেয়েছিলেন, ঠিক সেটাই হল। ডেঙ্গুতে আক্রান্ত ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার শুভমান গিল (Shubman Gill) মাঠে নামতে পারবে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রথম ম্যাচে। অস্ট্রেলিয়ার কাছে এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ তা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি এতটাই অসুস্থ যে দলের সঙ্গে স্টেডিয়ামেও আসেননি।

shubman gill dravid

খুব স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে মাঠে কে নামবেন? এই প্রশ্নের দুটো উত্তর সম্ভব। ২০১৯ ওডিআই বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে রোহিত শর্মা একবার লোকেশ রাহুলকে নিজের ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিতে পারেন। কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা কম। কারণ রাহুলকে দিয়ে যদি উইকেট কিপিং করাতে হয় তাহলে তার পক্ষে ওপেন করে আবার উইকেটকিপিং করাটা ধকলের ব্যাপার হবে। আর সকলেই জানেন যে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি যাতায়াতের ধকল ভারতীয় দলকেই ভোগাবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই কোন ক্রিকেটারের ওপর বাড়তি ধকল চাপিয়ে দিতে চাইবে না রোহিত।

রাহুল মিডল অর্ডারে দুর্দান্ত ছন্দে রয়েছেন ওডিআই ফরম্যাটে। চার বা পাঁচ নম্বরে তার রেকর্ডের সঙ্গে পাল্লা দেওয়ার মতো পরিসংখ্যান এই মুহূর্তে ভারতীয় দলের কোনো ক্রিকেটারের নেই। সেক্ষেত্রে রোহিত শর্মা নিজের ওপেনিং পার্টনার হিসেবে বেছে নিতে পারেন ঈশান কিষাণকে। শুভমান গিল দলে থাকলে হয়তো তিনি সুযোগই পেতেন না প্রথম একাদশে। কিন্তু তার অসুস্থতার কারণে এবার ঈশানের সামনে বড় সুযোগ সামনে এলো।

আরও পড়ুন: এশিয়ান গেমসে দুরন্ত বোলিং! এবার এই তারকাকে বিশ্বকাপে কোহলিদের সঙ্গে খেলতে ডাকবে BCCI

তিনি ওপেন করতে নামলে বাঁ হাতি এবং ডান হাতি ওপেনিং কম্বিনেশন তৈরি হবে, যে ব্যাপারটা অজি বোলারদের বাড়তি সমস্যার মুখোমুখি ফেলতে পারে। তবে সুস্থ হয়ে শুভমান দলে ফিরলে তিনিই যে আবার ওপেন করবেন পরের ম্যাচ থেকে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই এই সুযোগটা দু হাত দিয়ে আঁকড়ে ধরতে চাইবেন ঈশান।

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল/ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর