আর যেতে হবে না লাদাখ! ‘মিনি প্যাংগং’ আছে এই পশ্চিমবঙ্গেই, গেলেই মুগ্ধ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : লাদাখের প্যাংগং হ্রদ পর্যটন প্রেমীদের কাছে স্বর্গ। যারা পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই জীবনে একটিবার যেতে চান লাদাখ। বর্তমানে পর্যটন প্রেমীদের কাছে হট ডেস্টিনেশন লাদাখের প্যাংগং হ্রদ। এই হ্রদের স্বচ্ছ কাঁচের মতো জল সবার মন কাড়ে। হ্রদের জলে যখন পাহাড়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে তখন তা এক স্বর্গীয় দৃশ্যের জন্ম দেয়।

কিন্তু লাদাখ যাওয়া যেমন সময়ের সাপেক্ষ ব্যাপার, তেমন খরচ সাপেক্ষও বটে। কিন্তু কলকাতার খুব কাছেই রয়েছে মিনি প্যাংগং। আজ আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। কলকাতার কাছের এই প্যাংগং হ্রদ থেকে আপনারা দু-তিন দিনের জন্য ছুটি কাটিয়ে আসতে পারেন। এই জায়গাটি আপনাকে লাদাখের প্যাংগং হ্রদের অনুভূতি দেবে। এই জায়গাটির নাম সিধাবাড়ি (Sidhabari)।

এটি পশ্চিম বর্ধমানের একদম শেষ প্রান্তে অবস্থিত। এই জায়গাটি মাইথন জলাধারের একদম গা ঘেঁষে রয়েছে। এই জলাধারের তিন দিকে গড়ে উঠেছে পাহাড়। জলাধারের কাছে একটি জায়গা দ্বীপের মতো সৃষ্টি হয়েছে। সিধাবাড়িতে শীতকালে বহু লোক পিকনিক করতে যান। চারিপাশে রয়েছে অসংখ্য গাছ। নৌকা করে এখানকার হ্রদে ভ্রমণ করার সুযোগও রয়েছে।।

screenshot 2023 08 04 19 59 15 65

এই জায়গার প্রাকৃতিক বৈচিত্র সত্যিই অপূর্ব। সামনে নীল জলাধার, তার তিন পাশে পাহাড়। প্রথম দেখায় আপনার মনে হবে আপনি চলে এসেছেন লাদাখের প্যাংগং হ্রদে। এই হ্রদের জল এতটাই স্বচ্ছ যে জলের নিচের মাটি পর্যন্ত দেখা যায়। এখানে একটি ঝাউবন গড়ে উঠেছে। একদিকে পাহাড়, অন্যদিকে, হ্রদের স্বচ্ছ জল, সব মিলিয়ে এ যেন বাংলার লাদাখ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর