ছিঃ ছিঃ! এখনো এগুলো মেনে নিচ্ছি আমরা? অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে মন্তব্য সিধুর

   

বাংলাহান্ট ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) সম্পর্কে মুখ খুললেন সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায় ওরফে সিধু (Sidhu)। রাজ্যের নানা দুর্নীতি মামলা নিয়ে লড়াই শুরু করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাস্তায় বসে ধর্না দেওয়া চাকরিপ্রার্থীদের একমাত্র অবলম্বন হয়ে উঠেছিলেন তিনি। এখন ফের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর নাম। তবে অন্য কারণে।

এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। উচ্চ আদালতে মামলা দায়ের হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা সরানো হয়। এ নিয়ে অনেককে দেখা গিয়েছে রীতিমতো কটাক্ষ করতে বিচারপতিকে। অন্যদিকে অনেকে সরব হয়েছেন তাঁর পক্ষেই। এঁদের মধ্যেই একজন সিধু।

abhijit

প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সিধু। আক্ষেপ, বিরক্তি ঝরে পড়েছিল তাঁর পোস্টে, ‘ছি ছি! এখনো আমরা এগুলো মেনে নিচ্ছি?’ এরপর সংবাদ মাধ্যমের কাছে সিধু স্বীকার করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই পোস্টটি করেছিলেন তিনি। তবে নেহাতই আবেগের বশে। সুপ্রিম কোর্টের রায়কে তিনি কোনো ভাবেই চ্যালেঞ্জ করেননি।

বিচারপতির হয়তো ভুল হয়েছিল সে কথা স্বীকার করেই সিধু বলেন, বিচারপতিদের ডেকোরাম না মেনে তিনি সাক্ষাৎকার দিয়ে ভুল করেছিলেন হয়তো। কিন্তু আরো অনেকের মতোই বিচারপতির সঙ্গে তাঁরও সত্যি মিথ্যে সৎ অসতের বিষয়টা জড়িয়ে গিয়েছিল। মানসিকভাবে তিনি জড়িয়ে পড়েছিলেন বিচারপতির সঙ্গে, মন্তব্য করেন সিধু।

সঙ্গীতশিল্পী জানান, তিনি এখনো খবরের কাগজ পড়েন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়, তাঁর সম্পর্কে পড়ার জন্য তিনি অপেক্ষা করে থাকতেন বলে জানান সিধু। সেখানে তাঁকেই সরিয়ে দেওয়ায় সিধু বলেন, তিনি যেন নিজেই হেরে গিয়েছেন। তিনি এও বলেন, ভুল যে তাঁর হয়েছে সেকথা বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই বুঝতে পেরেছেন হয়তো। নয়তো তিনি নিজেই উত্তর দিতেন।

তবে সিধু এও বলেন, তাঁর মতে এটা ভুল পদক্ষেপ। আর তাঁর এই ভুলকে কাজে লাগিয়েছে তাঁর প্রতিপক্ষ। বিরোধীর ভুলের জন্যই অপর পক্ষ অপেক্ষা করে থাকে। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে মনে করেন সিধু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর