মে মাসেই কি ধেয়ে আসছে ঘূর্ণঝড় মোকা? জানুন এই নামের আসল তাৎপর্য

   

বাংলাহান্ট ডেস্ক : মে মাসে ফের একবার ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কার কথা শোনালো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় পুঞ্জিভূত হবে আগামী কয়েকদিনের মধ্যেই। আবহাওয়া বিশেষজ্ঞদের মধ্যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী শনিবার। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পর সেটি নিম্নচাপের আকার নেবে। সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা কিংবা কোথায় আছড়ে পড়তে পারে সেই ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

21360867

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম রাখা হবে মোকা। ঘূর্ণিঝড়ের এই নামকরণ করেছে ইয়েমেন।বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে ঘনীভূত নিম্নচাপ গুলির নামকরণ করে WMO/ESCAP-এর সদস্য দেশগুলি। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে।

সেই নিয়ম অনুযায়ী এবার ঘূর্ণিঝড় নামকরণ করার পালা ইয়েমেনের। কফির সুবাসের সাথে জড়িত এই মোকা নামটি। লোহিত সাগরের উপকূলে প্রাচীন বন্দর শহর Mokha-র নামেই সম্ভবত এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে। বিখ্যাত ইয়েমিনি কফি সারা বিশ্বে রপ্তানি করা হয় এই বন্দর থেকে। গত ২০০ বছর ধরে কফি জগতে এই দেশ প্রসিদ্ধ।

Weather Cyclone

মোকা (Mokha) নামের সেই বন্দর থেকেই বানান ও উচ্চারণভেদে নামকরণ করা হয়েছে মোকা। কফি প্রেমীদের কাছে এই নামটি খুবই পরিচিত। এবার ঘূর্ণিঝড়ের সাথেও জুড়ে গেল বিখ্যাত এই বন্দরের নাম। তবে ঘূর্ণিঝড় ‘মোকা’র পাশাপাশি তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘মাণ্ডুস’-এর প্রকোপও মাথাচাড়া দিচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর