আবারও কমল সোনার দাম, কিছুদিন এক জায়গায় থাকার পর ধাক্কা খেল স্বর্ণ বাজার

বাংলাহান্ট ডেস্কঃ পরপর বেশ কয়েকদিন একই জায়গায় থাকার পর বুধবার আবারও খানিকটা কমল সোনার দাম (gold price)। নতুন বছরের বাজেট পেশ করার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার দাম। আবার বিয়ের মরশুম হওয়ায় এই পরিস্থিতিতে হুড়মুড়িয়ে সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।

সপ্তাহের শুরুতেই সোমবার বেশ কিছুটা কমল সোনার দাম। দামের এই ভারী পতন বুধবার বিকেল ৫ টা অবধি বেশ ভালো ভাবেই লক্ষ্য করা গেল।

silver gold price on 27 th january in kolkata

সোনার দাম
কলকাতায় আজকে সোনার দাম (today’s gold price) রয়েছে ৪৬ হাজারের ঘরে। গহনা সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম আজকে দাঁড়িয়েছে ৪৬১৭০ টাকা প্রতি ১০ গ্রামের এবং ১ গ্রামের দাম হচ্ছে ৪৬১৭ টাকা।

অন্যদিকে দিল্লীতে আজ বেশ খানিকটা কম দাম রয়েছে কলকাতার তুলনায়। ১ গ্রাম সোনার দাম ৪৫৯০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৫৯০০ টাকা।

fkfbkjnkjfhuie

ভারতের মধ্যে সর্বাধিক কম দাম দেখতে পাওয়া যায় ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, কেরালা সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ১ গ্রাম গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৪৩৭৫ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৩৭৫০ টাকা।

এদিকে আবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৮৮৭ টাকা এবং দিল্লীতে ৫০০৭ টাকা।

Bracelet 01

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে ওঠা নামা করলেও, রূপোর দাম কিন্তু দেশের সর্বপ্রান্তেই একই থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১ গ্রাম রূপোর দাম (today’s silver price) ৬৯.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৯৬ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর