হাসির ঝলক মধ্যবিত্তের চোখে মুখে, সোনার দাম নেমে দাঁড়াল ৪৬ হাজের ঘরে

বাংলাহান্ট ডেস্কঃ সোনা মানুষের নানান কাজে লাগে। আর মহিলাদের পছন্দের তালিকার প্রথম সারিতে সোনার গহনা থাকলেও, সোনার দাম (gold price) বেশ তড়তড় করে এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই প্রায় সোনার দামের পারদ একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তবে সপ্তাহান্তে শুক্রবার বেশ কিছুটা পতন দেখা গেল স্বর্ণবাজারে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। তবে বিধিনিষেধে কিছু ছাড় থাকার কারণে, দোকান কিংবা অনলাইন- সোনার দামের পতনে হাসি ফুটল মধ্যবিত্তের মুখে।

gold rates 1541408156

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৬২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৬২ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৪০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৪০ টাকা।

new delhi women busy buying gold ornaments on the occasion of dhanteras 1094220

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৪০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৪০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪২৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২৫ টাকা।

DR SILVER WEB BANNER

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম পড়েছে ৬৮.৬০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৮৬ টাকা।

 

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর