চৈত্র সেল স্বর্ণবাজারে! একধাক্কায় অনেকটা কমল সোনার দাম, জেনেনিন আজকের দর

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার একধাক্কায় বেশখানিকটা কমল সোনার দাম (gold price)। চৈত্র মাস পড়তেই সোনার দামের এই পতন দেখে মনে হচ্ছে যেন চৈত্র সেল শুরু হয়ে গেছে। মুখে হাসি ফুটছে মধ্যবিত্তের। সোনা মানুষের নানান কাজে লাগে। কম দামে গহনা কিনে রাখলে, ভবিষ্যতে তা কাজে লাগানো যায়।

স্বর্ণ বাজারের ক্রমাগত এই ধস দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটেছে মধ্যবিত্তের। রবিবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

silver gold price on 24 th february in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৫৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৫৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৭২২০ টাকা এবং ১ গ্রামের ৪৭২২ টাকা।

gold jewellery gold prices gold purchases akshay tritiya wgc world gold council

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৩৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৩৯ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২২৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২২৪ টাকা।

small PLBANGLE49

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি জেনে নিন রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৫০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৫ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর