সোনার দামের ভারী পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের, দোকানে দোকানে ভিড় জমাল ক্রেতারা

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার দামের ভারী পতনের পর, বুধবার আবারও বেশকিছুটা কমলো সোনার দাম (gold price)। সোনা মানুষের লাগে না এমন কোন অনুষ্ঠান নেই, মানুষের সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা অপরিহার্য। তাই এই উৎসবের মরশুমে সোনার দামের পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের।

বুধবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

new delhi women busy buying gold ornaments on the occasion of dhanteras 1094220

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৫৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮২৫০ টাকা এবং ১ গ্রামের ৪৮২৫ টাকা।

6f65fe135f54fefa67074e32642b15e02147512

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৩৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৪৮০ টাকা এবং ১ গ্রামের ৪৯৮৪ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩২০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩২০ টাকা।

7629 b 1594199828

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬০.৪৫ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬০৪.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর