পদত্যাগ করে চলে গেলেন সিন্ধুর কোচ। জানালেন কারণ ব্যক্তিগত।

সম্প্রতি কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। আর সিন্ধুর এই সোনা জয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা যিনি গ্রহণ করেছিলেন তিনি হলেন কোরিয়ান কোচ কিম জি হিউন। একটি সাক্ষাৎকারে সিন্ধু জানিয়েছিলেন যে কোরিয়ান কোচ কিম জি হিউনের কোচিংয়ে খেলার পরে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি শিখেছিলাম, আর সেগুলি আমার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের ক্ষেত্রে বিশেষ ভাবে কাজে লাগে।

আর সিন্ধুর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা নেওয়ার পরে এবার ভারতের কোচিং পদ থেকে সরে দাঁড়ালেন সিন্ধুর কোরিয়ান কোচ কিম জি হিউন। সম্প্রতি কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে কিম কিছুদিনের ছুটি নিয়ে নিউজিল্যান্ড চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে তার স্বামীর শরীর খুবই অসুস্থ তাই তার ফের ভারতে ফেরত যাওয়ার সম্ভাবনা কম।

386447439547a4dea92bc13f611734b0d3878272

বেশ কিছুদিন ধরে সিন্ধু বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালে খুব সহজে উঠে যাচ্ছিলেন, কিন্তু ফাইনালের গণ্ডি টপকাতে পারছিলেন না সিন্ধু। আর তাই ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার তরফ থেকে এই কোরিয়ান কোচ কিমকে আনা হয় সিন্ধুর জন্য। আর কিমের কোচিংয়ে সিন্ধু প্রথম চান্সেই বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনা জিতেছেন। জানা গিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলার সময়েই কিমের স্বামী হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সেই সময় সিন্ধুর দায়িত্বে থাকার জন্য তিনি কিছুতেই সিন্ধুকে ছেড়ে যেতে রাজি হননি। পরে বিশ্বচ্যাম্পিয়ন শেষ করে তিনি অসুস্থ স্বামীর পাশে দাঁড়াবার জন্য ফিরে যান নিজের বাড়িতে। এবং তারপর তিনি জানান তার স্বামীর শরীরের অবস্থা দিনের পর দিন অবনতি হচ্ছে। আর তাই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অর্থাৎ তিনি আর ভারতে ফেরত আসবেন না কোচিং করানোর জন্য।

কিমের এই ভাবে চলে যাওয়াতে ভারতের মুখ্য কোচ পুলেল্লা গোপিচাঁদ জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে কিমের স্বামী খুবই অসুস্থ ছিলেন এবং এখনও প্রায় ছয় মাস সময় লাগবে উনার সেরে উঠতে তাই এই সময় তাকে সেখানেই থাকতে হবে। তাই আমরা কিমের আশা ছেড়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি কিমের পরিবর্ত আমরা খুঁজে নেব।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর