রতন টাটাকে সাম্মানিক D.Litt দিল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়! উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বাংলা হান্ট ডেস্ক :যে শিক্ষার চিত্তবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে তা প্রকৃত শিক্ষা নয়।’ – ভগিনী নিবেদিতা

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (Sister Nivedita University) পক্ষ থেকে উদ্যোগপতি রতন টাটাকে (Ratan Tata) সম্মানিক ডিলিট প্রদান করা হল। এছাড়া সাম্মানিক ডি লিট প্রদান করা হয় সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খানকে (Amjad Ali Khan)। প্রথম সমাবর্তন অনুষ্ঠানে একাধিক গুণীজনকে সম্মানিত করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ২০১৭ সালে পথ চলা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C.V. Ananda Bose)।

nivedita

উপস্থিত ছাত্রছাত্রী, অধ্যাপক ও অতিথিদের উদ্দেশ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন ‘সিস্টার নিবেদিতার নামাঙ্কিত এই ইউনিভার্সিটি হল শ্রেষ্ঠত্ব, ঐতিহ্য ও নিবেদিতার মূল্যবোধের এক সম্মিলিত পীঠস্থান।শিক্ষার এই মন্দির হল জ্ঞানচর্চার সেই কেন্দ্র যা আমাদের সমাজকে আলোকিত ও সমৃদ্ধ করছে। ভারতের চিরাচরিত সংস্কৃতি, ঐতিহ্যের এই বাহক বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ শিক্ষাবিস্তারকে তার সবচেয়ে বড় লক্ষ্য বলে বিবেচনা করে।’

রাজ্যপাল এদিন আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অধ্যাপক ও ছাত্রছাত্রীদের জন্য সর্বশক্তিমানের কাছ থেকে আশীর্বাদ কামনা করছি যাতে অদূর ভবিষ্যতে গুণগত বিচারে ভারতবর্ষের যথাযথ প্রতিভূ হয়ে উঠতে পারে এই শিক্ষাপ্রতিষ্ঠান।’

nivedita 2

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর স্বাগত ভাষণে বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী বলেন, ‘বিগত কয়েক বছরে শিক্ষাব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। প্রযুক্তি, পঠন-পাঠন পদ্ধতির নতুন দিক শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে এবং এর হাত ধরেই ভবিষ্যতের লক্ষ্যে প্রতিটি শিক্ষাকর্মী ও প্রতিষ্ঠানকেও পরিবর্তিত হতে হচ্ছে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ভবিষ্যতের এই পন্থাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলছে।’

সত্যমবাবু আর বলেন, ‘এই বিশেষ দিনে আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করছে আমাদের মধ্যে উপস্থিত আধুনিক ভারতের অন্যতম গুণীজনরা।আমি এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই আগত গুণীজনদের দ্বারা অনুপ্রাণিত হতে ও নিজেদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর