বাড়ি বাড়ি গিয়ে অর্থ জমা করে পুলওয়ামার শহীদদের ১২ হাজার টাকা দান করল ছয় বছরের বাচ্চা মেয়ে

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মথুরার ছয় বছরের এক বাচ্চা পুলওয়ামা হামলায় শহীদদের পরিবারের জন্য ১২,৭০০ টাকা দান করল। দ্বিতীয় শ্রেণীর এক বাচ্চা বাড়ি বাড়ি গিয়ে এই টাকা জমায়, এরপর নিজের মায়ের সাথে ডিএম অফিসে গিয়ে এই টাকা জমা করিয়ে দেয়। ডিএম অফিসে গিয়ে এই একরত্তি বাচ্চা তাঁর প্রচেষ্টার দ্বারা জড় করা টাকা পুলওয়ামা শহীদদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করে। মঙ্গলবার ছয় বছরের সমৃদ্ধি নিজের মায়ের সাথে কালেক্টর অফিসে যায়, আর নিজের প্রচেষ্টা দ্বারা জমা করা ১২ হাজার ৭৩০ টাকা শহীদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহাজ্যের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে জমা করায়।

hunt 22

সমৃদ্ধি জানায়, যেই জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁদের সাহায্য করা দরকার। আমি বাড়ি বাড়ি গিয়ে তাঁদের জন্য ত্রাণ সংগ্রহ করে এখানে জমা করতে এসেছি। এই ছোট বাচ্চার প্রয়াস দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর সেখানে উপস্থিত বাকি মানুষ অবাক হয়ে যান। এই বাচ্চা সেখানে উপস্থিত সবার জন্য দেশভক্তির একটি কবিতা শোনায়। আপানদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাচ্চাটিকে চিঠি লিখে তাঁর প্রশংসা করেছেন।

এই ছোট বাচ্চার মা দীপা চতুর্বেদী জানান, সমৃদ্ধি পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জওয়ানদের পরিবারকে সাহায্য করতে চাইছিল। আর সেই মতে তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য ডোনেশন জমা করার সিদ্ধান্ত নেয়। সমৃদ্ধির মা জানায়, সে ২০০ জনের থেকে এখনো পর্যন্ত ডোনেশন জমা করেছে। সে সমস্ত হিসেব ঠিক রাখার জন্য একটি রেজিস্টারও বানিয়েছে, সেখানে ডোনেশন দেওয়া প্রতিটি ব্যাক্তির নাম, ঠিকানা আর ফোন নাম্বার আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর