বন্দে ভারতে জন্য স্লিপার ক্লাস তৈরী হবে পশ্চিমবঙ্গে! বরাত মিলেছে ৯৬০০ কোটির

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) নিয়ে ভারতবাসীর উৎসাহ উদ্দীপনার শেষ নেই। দেশজুড়ে বাড়ানো হচ্ছে বন্দে ভারত ট্রেনের সংখ্যাও। জোরকদমে চলছে কাজ। এখনও পর্যন্ত চালু হয়েছে ৮টি বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে এই বন্দে ভারত ট্রেনগুলিতে শুধুমাত্র চেয়ার কারের ব্যবস্থা রয়েছে। এবার বন্দে ভারত ট্রেনে স্লিপার কোচ চালু করার পরিকল্পনাও করছে ভারতীয় রেল (Indian Railways)।

জানা গিয়েছে, প্রথম দফায় ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেট নির্মাণের অর্ডার দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিং এই ট্রেনসেট তৈরীর দায়িত্বে আছে। তারা প্রতিটি ট্রেনসেটের জন্য ১২০ কোটি টাকা করে বিড করেছে। সেই পরিস্থিতিতে ৮০টি ট্রেনসেট তৈরির জন্য টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়ামকে সেই বিডকে ‘ম্যাচ’ করতে হত।

ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম ২৫ হাজার কোটির বিড করেছিল। তবে বর্তমানে ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত তৈরির জন্য রেল বোর্ডের থেকে ৯৬০০ কোটি টাকা পাবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম। ভারতের মহারাষ্ট্র রাজ্যের লাতুরে কোচগুলি তৈরি করা হবে।

vande bharat

 

সূত্রের খবর, রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিংয়ের বিডকে ‘ম্যাচ’ করেই বিনিয়োগের ক্ষেত্রে সম্মতি জানিয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম। আগামী ৩৫ বছরের জন্য এই ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসর্টিয়াম। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হবে এই স্লিপার কোচগুলি।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর