এই ছোট বিন্দুটি থাকে এক টাকার কয়েনের নীচে! কেন জানেন? কারণ শুনলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে খুচরো পয়সার (Coin) বেশ গুরুত্ব রয়েছে। তবে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন ১ টাকা থেকে ১০ টাকার কয়েনে থাকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন। বিন্দু, তারকা বা ডায়মন্ড সহ বিভিন্ন চিহ্ন থাকে এই কয়েনগুলিতে। এগুলিকে মিন্টমার্ক বলা হয়ে থাকে।

কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়ডা, দেশের এই চার জায়গায় রয়েছে টাঁকশাল (Mint)। টাঁকশাল অনুযায়ী কয়েনের চিহ্ন নির্ধারিত হয়। কয়েনের চিহ্ন দেখে বোঝা সম্ভব সেই কয়েনটি কোন টাঁকশালে তৈরি হয়েছে। কোনও কয়েনের নিচে যদি স্টার চিহ্ন দেখতে পান তাহলে বুঝবেন সেটি হায়দ্রাবাদের টাঁকশালে তৈরি হয়েছে।

এই স্টার চিহ্নটি ব্যবহার হয়ে আসছে ১৯৬৮ সাল থেকে। মুম্বাই টাঁকশাল থেকে যে মুদ্রাগুলি মুদ্রিত হয় সেগুলিতে থাকে ডায়মন্ড চিহ্ন। এই চিহ্নটি ব্যবহার হয়ে আসছে ১৯৯৫ সালের পর থেকে। যে কয়েনে বিন্দু বা ডট চিহ্ন থাকে সেগুলি মুদ্রিত হয় নয়ডায়। প্রতিষ্ঠার সময় থেকে অর্থাৎ ১৯৬৮ সাল থেকে এই চিহ্ন ব্যবহার হয়ে আসছে।

fewtjv0xeaavhgi (1)

 

যদি কয়েনে কোনও রকম চিহ্ন খুঁজে না পান তাহলে বুঝবেন সেটি তৈরি কলকাতার টাঁকশালে। এই ধরনের মুদ্রাগুলি সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি। প্রসঙ্গত বাংলার প্রথম টাঁকশাল প্রতিষ্ঠিত হয় ১৭০৩ সালে। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা পরবর্তীকালে কলকাতায় সরিয়ে নিয়ে আসে সেই টাঁকশাল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর