আর করতে হবে না ফোনে রিচার্জ, এবার ১৭৯৯ টাকাতেই মিলবে সারাদিন কথা বলার সুযোগ!

বাংলাহান্ট ডেস্ক : এখন যা মোবাইলে রিচার্জ (Mobile Recharge) করতে খরচ হয়, অনেক মানুষেরই তাতে কালঘাম ছুটে যায়। এক একটি টেলিকম সংস্থা মাস গেলে বেশ মোটা অঙ্কের টাকাই তাদের রিচার্জ প্ল্যান অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকে। তাছাড়াও বাজারে তারা মাঝে মধ্যেই নিয়ে আসে নতুন কিছু অফার। তাতে আপাতভাবে বেশি সুযোগ-সুবিধা মিলছে বলে মনে হলেও খরচ বাড়ে বৈ কমে না।

পাশাপাশি এখন 5G-এর যুগে মোবাইল ইন্টারনেটের স্পিডের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে গ্রাহকদের অধিকাংশই নাজেহাল। তার পিছনেও আসল কারণ হলো খরচ। কিন্তু এর থেকে বাঁচার কী কোনো উপায় নেই? আছে। এর জন্য বাজারে নিয়ে আসা হচ্ছে একটি নতুন ডিভাইস। যার জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। চলুন জেনে নিই অভিনব ডিভাইসটির সম্পর্কে।

আমরা সকলেই জানি প্রতি মাসেই গ্রাহকদের মোবাইল রিচার্জ করাতেই হয়। এর থেকে যেন কোনো নিষ্কৃতি নেই। তবে এবার ফোনের রিচার্জের হাত থেকে বাঁচতে বাজারে এল একটি নতুন ডিভাইস (New Device)। এর নাম Baofeng BF-888S। এটি অনেকটা ওই পুরোনো দিনের ওয়াকি-টকি ডিভাইসের মতো যা টু ওয়ে রেডিও-এর মতো কাজ করবে। এর সুবিধা হলো আপনি সারাদিনে বিনামূল্যে বিনা কোনো অসুবিধায় সকলের সাথে প্রাণ খুলে কথা বলে যেতে পারবেন। এই ডিভাইসটি খুব সহজেই অনলাইনে অর্ডার করা যায়।

এই Baofeng BF-888S Walkie Talkie Two Way Radio-র দাম পড়ছে ৪০০০ টাকা করে। ফ্লিপকার্টে অর্ডার করলে তো তারা আপনাকে আরও ৫৫% ছাড় দেয়, এবং ১৭৯৯ টাকায় পাওয়া যাবে এটি। তবে এই অফার মাত্র ১৯শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। সূত্র অনুযায়ী এই ডিভাইসটির প্রায় ৬ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে অর্থাৎ ৬ কিলোমিটার দূরে থাকা কারোর সাথে আপনি বিনা বাধায় সহজেই কথা বলতে পারবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর