উজ্জ্বলার পাল্টা! বাংলার ১কোটি পরিবারকে বিনামূল্যে বিশেষ ‘উপহার’ দেবেন মমতা, কারা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। হাতে মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। এই আবহে গতকাল ৮ ফেব্রুয়ারী রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করলেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে পেশ করা বাজেটে কল্পতরু মমতা সরকার। সাধারণ বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে পেশ করা হয়েছে রাজ্য বাজেট। যাতে একের পর এক চমক।

কেন্দ্রের উজ্জ্বল যোজনার সাধারণ মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। যেই প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে কেন্দ্র। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতে চালু হওয়া এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। ভোট পূর্বে কেন্দ্রের সেই যোজনাকে লাইমলাইট থেকে সরাতে এবার বিরাট চাল রাজ্য সরকারের।

রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে ‘ধোঁয়াহীন উনুন’ (Smokeless Cooking Gadget) এর কথা। বলা হয়েছে এবার রাজ্যের দারিদ্রসীমার নীচে বসবাস করা পরিবারকে ধোঁয়াহীন উনুন দেবে মমতা সরকার। বাংলার প্রায় এক কোটি পরিবারকে এই বিশেষ উনুন দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে।

জানানো হয়েছে, প্রথমে ব্লক ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করা হবে। তার ওপর বিবেচনা করেই কাদের যোগ্য বলে মনে করা হচ্ছে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাবতীয় সরকারি পরিচয়পত্র স্থানীয় বিডিও’র কাছে এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে।

প্রসঙ্গত, নানা সময়ে গ্যাসের দামের বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসে, ভোট যায়। প্রথমে দাম কমলেও পরে জ্বালানির দাম ফের বাড়ানো হয় এমনটাই দাবি বাংলার মুখ্যমন্ত্রীর। এবার সেই সমস্যা থেকে বাংলার দরিদ্র মানুষকে রেহাই দিতেই প্রদান করা হবে ‘ধোঁয়াহীন উনুন’।

chulli

আরও পড়ুন: ফের স্বমহিমায় শীত! কতদিনের মেয়াদ? আগামীকাল বৃষ্টি কোন কোন জেলায়? জানাল হাওয়া অফিস

রাজ্যের এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, “অত দাম নিয়ে গ্যাস কেনার ক্ষমতা সকলের নেই। প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়ত ভোটের আগে কমাবে। তারপর আবার বাড়িয়ে দেবে। তাই আমারা এবার এই ব্যবস্থা করছি।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর