দীর্ঘ লড়াই করে অবশেষে করোনা মুক্ত সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি।

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে স্বস্তি মিলল বেহালার গাঙ্গুলি বাড়িতে। করোনা মুক্ত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাসিশ গাঙ্গুলি। বৃহস্পতিবারই স্নেহাসিশ গাঙ্গুলির দ্বিতীয় করোনা রিপোর্টও নেগেটিভ আসে। এই খবর জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। আজকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে স্নেহাসিশ গাঙ্গুলিকে।

সিএবি সচিব স্নেহাসিশ গাঙ্গুলি গত 15 ই জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেওয়ার ফলে তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। সেই পরীক্ষার ফল পজেটিভ আসায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। করোনার সঙ্গে দীর্ঘ 16 দিন লড়াই করে অবশেষে জয়ী হলেন স্নেহাসিশ গাঙ্গুলি। আপাতত বাড়ি ফিরে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে স্নেহাশীষ গাঙ্গুলী কে।

247859886c96301a12e40c9a5e53961e65e9dcb62bf495afe965921ff4eebb0d755b2fd24

স্নেহাসিশ গঙ্গুলি পরিবারের সঙ্গে বেহালার বাড়িতেই থাকতেন। তাই দাদার করোনা রিপোর্ট পজেটিভ আসায় স্ত্রী ডোনা গাঙ্গুলী, কন্যা সানা গাঙ্গুলি সহ পুরো পরিবার নিয়ে এই কয়েকদিন হোম কোয়ারেন্টিনেই ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এই কয়েক দিন বাড়ি থেকে না বেড়োনোয় সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছিলেন তিনি, বন্ধ রেখেছিলেন দাদাগিরির শুটিংও। বোর্ডের যাবতীয় কাজকর্ম বাড়ি থেকে ভিডিও কলিং এর মাধ্যমে করছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে দাদা স্নেহাসিশ গাঙ্গুলি সুস্থ হয়ে বাড়ি ফেরায় হোম কোয়ারেন্টিন শেষ হল সৌরভ গাঙ্গুলির।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর