টাইগার হিলে ডিউটিতে মোতায়েন ছিলেন জওয়ান, আচমকাই বরফের নীচে চাপা পড়ে হারালেন প্রাণ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনার জওয়ান জম্মু কাশ্মীরের দ্রাস সেক্টরে টাইগার হিল এলাকায় তৎপরতার সাথে মোতায়েন ছিলেন আর আচমকা বর্ফের খাদে পড়ে যান। বর্ফের মধ্যে চাপা পড়ার কারণে তিনি নিজের প্রাণ হারান। এই জওয়ান মহারাষ্ট্রের বুলঢানা জেলার বাসিন্দা ছিলেন।

১৫ ডিসেম্বর জম্মু কাশ্মীরের দ্রাস সেক্টরে বরফের বড়সড় অংশ ভেঙে যাওয়ার কারণে সেখানে মোতায়েন জওয়ান প্রদীপ সাহেবরাও বরফরের নীচে চাপা পড়ে প্রাণ হারান। এই জওয়ান মহারাষ্ট্রের বুলঢানা জেলার প্লাসখেদ চক্কা গ্রাম সিন্দখেড়রাজা তহসিলের বাসিন্দা ছিলেন।

দ্রাস সেক্টরের তাইগার হিল ক্যাম্পাসে ৩০ বছর বয়সী প্রদীপ নিজের ডিউটিতে মোতায়েন ছিলেন। আচমকা বরফের একটি বড় অংশ ভেঙে যাওয়ার কারণে তিনি সেটির নীচে চাপা পড়ে প্রাণ হারান।

১৫ দিনের ছুটি নিয়ে গত মাসেই তিনি গ্রামে গিয়েছিলেন। শহীদ জওয়ান প্রদীপের ভাই বলেন, আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে, ভাই তুমি অমর হয়েছ।

প্রদীপ ১০ মহার রেজিমেন্টে ২০০৯ সালে মোতায়েন হয়েছিলেন। প্রদীপের দুটি ছোট ভাই আছে, যাদের মধ্যে একজন সেনায় আর অন্য একজন কৃষি সহায়ক। শহীদ প্রদীপের তিনটি সন্তান আছে। ওনার শেষকৃত্য ওনার গ্রামে ২০ ডিসেম্বর হবে বলে জানা গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর