সীমান্তে ভারতীয় সেনা আর চিনের সেনার মধ্যে সংঘর্ষ! আহত দুই পক্ষের বেশ কিছু জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ সিকিমে সীমান্তে ভারতীয় সেনা (Indian Army) আর চিনের সেনার (Chinese Army) জওয়ানরা সামনা-সামনি চলে আসে। সেই সময় দুই দলের মধ্যে সংঘর্ষও হয়। এই সংঘর্ষে দুই পক্ষের জওয়ান আহত হয়েছে বলে খবর।

india china

সেনা সুত্র থেকে জানা যায় যে, উত্তর সিকিমে ভারতীয় সেনা আর চিনের সেনা মুখোমুখি চলে আসে, এরফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে আর দুই পক্ষের জওয়ানই আহত হয়। দুই দেশের সেনা মুখোমুখি হওয়ার পর আক্রমণাত্বক হয়, এবং দুই পক্ষের সেনাই এই সংঘর্ষে হালকা আহত হয়। যদিও পরে কথাবার্তার মাধ্যমে দুই পক্ষের সেনা সংঘর্ষ থামায়।

উল্লেখ্য, সীমান্ত নিয়ে বিবাদের কারণে ভারতীয় সেনা আর চিনের সেনার মধ্যে মাঝে সাঝেই এরকম ঘটনা ঘটে। এরপ সেনার জওয়ানরা এরকম ইস্যু গুলোকে প্রোটোকল অনুযায়ী নিজেরাই সমাধান করে। আর এবার দীর্ঘদিন পর এমন ঘটনা সামনে এলো।

আপনাদের জানিয়ে দিই, চিন জম্মু কাশ্মীর নিয়ে মন্তব্য করা থামাচ্ছে না। সম্প্রতি সংযুক্ত রাষ্ট্রে চিনের স্থায়ী মিশনের মুখপাত্রের তরফ থেকে জম্মু কাশ্মীর নিয়ে মন্তব্য করা হয়, আর ভারত সেই মন্তব্য খারিজ করে দেয়।

১০ এপ্রিল বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা সংযুক্ত রাষ্ট্রে চিনের স্থায়ী মিশনের মুখপাত্রের তরফ থেকে কাশ্মীর নিয়ে করা বয়ানকে খারিজ করছি। চিন এই ইস্যুতে ভারতের স্ট্যান্ড ভালো মতই জানে। কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন অংশ ছিল, আছে আর থাকবে। জম্মু কাশ্মীর সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ মামলা।”

এছাড়াও চিন সেনা লাগাতার লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্তে গতিবিধি চালায়। ডোকালাম গতিরোধ দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলেছে। আর এবার আবার দুই দেশের সেনা মুখোমুখি হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর