আচমকা হৃদরোগ, ৭০ বছর বয়সে প্রয়াত সোনালী চৌধুরীর মা, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: জীবনের সবথেকে খারাপ খবরটার সম্মুখীন হলেন সোনালী চৌধুরী (Sonali Chowdhury)। প্রয়াত হলেন তাঁর মা। ৭ নভেম্বর, সোমবার রাতে শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ ক‍রেন তিনি। সংবাদ মাধ‍্যমের কাছে মায়ের মৃত‍্যুর খবরটা দিতে গিয়ে ভেঙে পড়েন সোনালী।

দুর্ঘটনাটা যখন ঘটে তখন শুটিং সেটে ছিলেন অভিনেত্রী। ছেলের জন্মের পর আবারো ক‍্যামেরার সামনে ফিরেছেন তিনি। শুটিংয়েই ব‍্যস্ত ছিলেন তিনি এদিন। হঠাৎই খবর আসে, অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা। শুটিং বন্ধ রেখে তড়িঘড়ি মাকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি। কিন্তু সোনালী যতক্ষণে পৌঁছান ততক্ষণে সব শেষ।

Sonali chowdhury
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত সোনালী। ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তাঁর মা। অভিনেত্রীর মতে, চলে যাওয়ার বয়সই নয় এটা। ডায়ালিসিস চলত তাঁর মায়ের। কিন্তু তিনি নিজেই কাজ করতেন সমস্ত। দিব‍্যি সুস্থই ছিলেন। হঠাৎই আক্রান্ত হন হৃদরোগে। কিন্তু চিকিৎসার সময়টুকুও দিলেন না তিনি।

মায়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছিলেন সোনালী। কিন্তু এমন খবর শোনার জন‍্য প্রস্তুত ছিলেন না তিনি। সংবাদ মাধ‍্যমের সঙ্গে কথা বলতে বলতেই আবেগের বাঁধ ভাঙে তাঁর। সোনালীর কাছে মা ছিলেন বন্ধুসম। মায়ের জন‍্যই অভিনয় জগতে এসেছিলেন তিনি।

নিজে খুব ভাল গান গাইতেন সোনালীর মা। এমনকি দক্ষিণী ভাষার গানেও তিনি ছিলেন সড়গড়। এবারের দূর্গাপুজো মায়ের সঙ্গে কাটিয়েছিলেন সোনালী। পুজো তাঁর কছে খুবই স্পেশ‍্যাল। কারণ প্রতিবার নবমী তিথিতেই তাঁর মা পালন করতেন মেয়ের জন্মদিন। এবারেও সোনালীর পছন্দের খাবার দাবার রেঁধে জন্মদিন পালন ক‍রেছিলেন তিনি। লক্ষীপুজোর কাজও করেছিলেন নিজের হাতে। মাকে হারিয়ে লাইফ সাপোর্টটাই হারিয়ে গেল, আক্ষেপ সোনালীর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর