‘অভিষেকের জন্মের রহস্য জানলে মানুষ আর ওকে ভোট দেবে না!’, চাঞ্চল্যকর দাবি সোনালী গুহর

বাংলা হান্ট ডেস্ক : সোনালী গুহ (Sonali Guha)! এই নামটিই শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কয়েকটি চিত্র। টেবিল চাপড়ে হুমকি দিচ্ছেন পুলিসকে। কখনও বা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপরই আক্রমণ করে বসছেন। সংবাদমাধ্যমের সামনেও বিস্ফোরক তিনি। সেই সোনালী গুহর আর একটি পরিচয়, তিনি তৎকালীন তৃণমূল দলনেত্রীর ছায়া সঙ্গী। বলা হত, মমতার (Mamata Banerjee) উপর আসা সমস্ত আঘাত নিজের বুকে সয়েছেন। মমতাকে রক্ষা করে পুলিসের লাঠির আঘাত নিজের পিঠে খেয়েছেন।

আজ সেই সোনালী গুহকেই দেখা গেল অন্য রূপে। সংবাদমাধ্যমের সামনে রীতিমতো নিজের ক্ষোভ উগড়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি স্মৃতিচারণ করেছেন একাধিক ঘটনার। যেখান থেকে স্পষ্ট, পাহাড় প্রমাণ অভিমান জমে আছে এক কালের মমতার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতির বুকে। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অকপট বক্তব্য রাখলেন প্রাক্তন তৃনমূল নেত্রী সোনালী গুহ।

sonali

কী বললেন সোনালী? সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান বিজেপি নেত্রী সোনালী গুহ বলেন, ‘অভিষেকের জন্ম বৃত্তান্ত যদি কোনও দিন বলি, তাহলে মানুষ আর ওকে একটা ভোটও দেবে না। আর কিছু বলব না, আমি জানি বহু কিছু। কিন্তু, শুধু জন্ম বৃত্তান্তটাই যদি বলি তাহলে মানুষ আর ওকে মাথায় তুলবে না।’ এরপর তিনি সাংবাদিককে বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ রাখুন, অনেক কিছুই জানতে পারবেন। আজ বলব না, তবে যোগাযোগটা রাখুন, আস্তে আস্তে সব বলব।’

এরপরই সোনালীর বক্তব্যে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। ঠারেঠোরে প্রকাশ্যে এনেছেন মমতার স্বৈরাচারীতাকে। তিনি বলেন, ‘এখন বলতে গেলে তো খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বলতে হয়। মমতার দ্বিচারিতা নিয়ে আর কী বলব? এই সম্পর্কে যত কম বলব ততই ভালো। মমমতা নিজে সব রেকর্ড স্পর্শ করতে চায়, কিন্তু অন্য কাউকে করতে দিতে চায় না। সুব্রত বক্সী মমতার থেকেও বেশি ভোট পেয়েছিলেন লোকসভায়, দলনেত্রী সেটা মোটেই ভালোভাবে নেন নি।’

সোনালী এদিন আরও বলেন, ‘জ্যোতি বসু একটাই বিধানসভা কেন্দ্র থেকে ৫ বার জিতেছিলেন। মমতা চায়নি আমি কোনও কেন্দ্র থেকে ৫ বার জিতি। আমরা দলের প্রতি অনুগত ছিলাম। অভিষেককে আমি বুকে করে জিতিয়েছি। কিন্তু আজ তৃণমূলের নব জোয়ার থেকে আমরা নিজেদের সরিয়ে নিয়েছি।’ এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘যারা অভিষেকের পাশে আছেন, তারা কি এখন ভালো আছেন?’ সোনালী গুহর এদিনে বক্তব্যের পর রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর