বেলুন-খেলনায় ভরা উপহারের ডালি বিপাশা-কন‍্যা দেবীর জন‍্য, বড় দাদার দায়িত্ব পালন করল সোনম-পুত্র বায়ু

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের দুই নায়িকা পরপর মা হয়েছেন। সোনম কাপুর (Sonam Kapoor) এবং বিপাশা বাসু (Bipasha Basu)। একজন আগে আর একজন কিছুটা পরে। পুত্রসন্তানের মা হয়েছিলেন সোনম এবং তার কয়েক মাস পরে এক ফুটফুটে কন‍্যা সন্তানের জন্ম দেন বিপাশা। সদ‍্য দু মাস হয়েছে সোনম পুত্র বায়ুর। তুলনায় অনেকটাই ছোট বিপাশার মেয়ে দেবী।

এবার বড় দাদার দায়িত্ব পালন করল সোনম পুত্র বায়ু। ছোট বোনের জন‍্য দারুন সব উপহারের ডালি সাজিয়ে পাঠাল ছোট্ট দাদা। সেই সব উপহারের ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন বিপাশা। সোনমের এই কাজে মুগ্ধ নেটিজেনরাও।

Bipasha sonam
ছোট্ট দেবীর জন‍্য দারুন এক সারপ্রাইজ দিয়েছেন সোনম। গোলাপি বেলুন, খেলনা দিয়ে সাজানো উপহারের ডালা পাঠিয়েছেন তিনি। সঙ্গে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছেন সোনম। সেখানে লেখা, ‘প্রিয় বিপস এবং করন, তোমাদের কন‍্যা সন্তানের জন‍্য শুভেচ্ছা। সন্তান আশীর্বাদের মতো আর আমি নিশ্চিত যে দেবী তা প্রচুর পরিমাণে নিয়ে এসেছে।’ পালটা ছবিগুলি শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘ধন‍্যবাদ সোনম কাপুর, আনন্দ আহুজা এবং বায়ু। দেবীর উপহারগুলো খুব পছন্দ হয়েছে’।

প্রসঙ্গত, গত ২০ অগাস্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সোনম। নতুন সদস‍্যকে পেয়ে খুশির বান ডেকেছিল বলিউডে। সেপ্টেম্বর মাসেই ছেলের বয়স এক মাস পূর্তি উপলক্ষে খুদেকে প্রথম বার প্রকাশ‍্যে এনেছিলেন সোনম আনন্দ‍।

রঙ মিলান্তি হলুদ পোশাকে সেজে একসঙ্গে ছবি তুলেছিলেন সোনম ও আনন্দ আহুজা। কিছুদিন আগে সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে প্রথম বার বায়ুর মুখ দেখান সোনম।

অন‍্যদিকে চলতি মাসেই কন‍্যা সন্তানের জন্ম দেন বিপাশা। বিয়ের ছয় বছর প‍র প্রথমবার মা হলেন তিনি। অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। এর আগে একাধিক বার বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু প্রতিবারই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, যেদিন গুঞ্জন সত‍্যি হবে নিজেই সুখবরটা ভাগ করে নেবেন সবার সঙ্গে। শেষমেষ দেবীর মা হয়ে উচ্ছ্বসিত বিপাশা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর