কিভাবে ভাতে মারতে হবে চীনকে! নতুন ভিডিওতে সমগ্র পরিকল্পনার কথা জানালেন বাস্তবের ‘র‍্যাঞ্চো’ সোনাম ওয়াংচুক

বাংলাহান্ট ডেস্কঃ চীন ( china) ও ভারতের (india) অশান্ত সীমান্ত পরিস্থিতিতে চিনা দ্রব‍্য বয়কটের ( boycott) ডাক দিয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’ (3 idiots) খ‍্যাত সোনম ওয়াংচুক (sonam wangchuk) । ভারত-চিন সীমান্তে সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছিলেন ‘র‍্যাঞ্চো’ । আজ নতুন একটি ভিডিওতে কিভাবে ধীরে ধীরে চীনের সামগ্রী বর্জন করা যায় সেই কথা জানিয়েছেন তিনি।

sonam

আজ ভিডিওতে দর্শকদের প্রশ্নের উত্তরে চীনা দ্রব্য বর্জনের প্রসঙ্গে তিনি বলেন স্বদেশী ও বয়কট আন্দোলনের কথা। তবে তিনি একবারে বয়কট করতে রাজি নন সোনাম। তিনি ধাপে ধাপে চীনকে বর্জন করতে বলেছেন। আজ তিনি বলেন, “১ সপ্তাহে চীনা সফটওয়্যার বর্জন করুন, ১ বছরে চীনা হার্ডওয়্যার। আগামী ২ বছরে বয়কট করুন বাকি প্রয়োজনীয় জিনিস ”

বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে গড়ে ওঠা স্বদেশী ও বয়কট আন্দোলন সেই সময়ে ভেঙে দিয়েছিল ব্রিটিশ সরকারের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশজুড়ে ব্রিটিশ পন্য বর্জন করে ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ পরার ডাক দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। ১১৫ বছর আবার সেই ডাকই দিলেন সোনাম।

এর আগে সোনম ওয়াংচুক বলেছিলেন, “যখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় আমরা রাতে এই ভেবে ঘুমাতে যাই যে সেনা এর জবাব দেবে। কিন্তু এবার দেশের নাগরিকের পকেটের জোর বেশি কাজে আসবে সেনার বুলেটের থেকে।”

সোনম ওয়াংচুকের সুরে সুর মিলিয়ে চিনা পণ‍্যের ব‍্যবহার বন্ধ করতে তৎপর হয়েছেন আরশাদ ওয়ারসি, রণবীর শোরে সহ একাধিক বলি তারকা। থ্রি ইডিয়টসের ফুনসুক ওয়াংড়ু ওরফে সোনম ওয়াংচুকের চিনা পণ‍্য বয়কটের আহ্বানে সাড়া দিয়ে আগেই টিকটক ছেড়েছেন মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমন। এবার সেই পথেই হাঁটলেন অন‍্যরাও।

 

সম্পর্কিত খবর