রাহুলের ভারত জোড়ো যাত্রার মধ্যেই হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, উদ্বেগ কংগ্রেসে

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) আজ সকালে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠান্ডায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সোনিয়া গান্ধীর। বর্তমানে তার স্বাস্থ্য বুলেটিন জারি করেছে গঙ্গারাম হাসপাতাল।

স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অজয় ​​স্বরূপ জানিয়েছেন, সোনিয়া গান্ধীকে স্যার গঙ্গারাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তাকে দেখাশোনা করছেন ডঃ অরূপ বসু এবং তার দল। সোনিয়ার ভাইরাল রেসপিরেটরি ইনফেকশনের সমস্যা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

জানিয়ে দিই যে, বুধবার সকালেই সোনিয়া গান্ধীকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড় যাত্রায় অংশ নিয়েছিলেন সোনিয়া গান্ধীও। এই সময় রাহুল গান্ধী তার মা সোনিয়া গান্ধীর জুতার ফিতে বেঁধেছিলেন, যার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন বিভিন্ন ধরণের ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস (আরএসভি), প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা রেসপিরেটরি অ্যাডেনোভাইরাস ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও এর লক্ষণগুলি সাধারণ, যেমন শ্লেষ্মা সহ কাশি, হাঁচি, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা, পেশী ব্যথা, শ্বাসকষ্ট এবং জ্বর হতে পারে। এগুলি ছাড়াও, ভাইরাসগুলি শ্বসনতন্ত্রকে প্রভাবিত করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর