দীর্ঘ ৭ ঘন্টার অস্ত্রোপচার সফল, চার হাত-পা ওয়ালা বিহারের শিশুকে নতুন জীবন দিলেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: লক্ষ লক্ষ লোকের আশীর্বাদ সঙ্গে রয়েছে সোনু সূদের (Sonu Sood)। আর সেই আশীর্বাদ সঙ্গে নিয়েই একের পর এক মহৎ কাজ করে চলেছেন তিনি। কিছুদিন আগেই বিহারের সীমার পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায‍্যের হাত বাড়িয়েছিলেন সোনু। তারপর চার হাত ও চার পা ওয়ালা ছোট্ট চহুমুখীকেও নতুন জীবন দান করার উদ‍্যোগ নিয়েছিলেন তিনি। সেটা কাজে করে দেখালেন সোনু।

ছোট্ট চহুমুখীর সঙ্গে নিজের একটা ছবি শেয়ার করেছেন অভিনেতা। সঙ্গে মিষ্টি চহুমুখীর পুরনো ও নতুন দুটি ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে সোনু লিখেছেন, “আমার ও চহুমুখী কুমারীর সফরটা সফল হল। বিহারের একটি ছোট গ্রামে চার হাত আর চারটে পা নিয়ে জন্মগ্রহণ করেছিল। আর এখন সফল অস্ত্রোপচারের পর ও বাড়ি যাওয়ার জন‍্য একেবারে তৈরি।”

images 1590222592597 Sonu Sood site
বুধবার সুরাটে অস্ত্রোপচার হয় চহুমুখীর। দীর্ঘ ৭ ঘন্টার জটিল অস্ত্রোপচার সফল হয়েছে। অতিরিক্ত হাত, পা বাদ গিয়েছে ছোট্ট চহুমুখীর। এখন আর পাঁচজনের মতোই সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে সে। সোনুর এই মহৎ কাজের জন‍্য সকলেই সাধুবাদ জানাচ্ছেন তাঁকে।

একজন লিখেছেন, ‘সোনু সত‍্যিই গরিবের মসিহা’। আরেকজন লিখেছেন, এভাবেই বারবার নিজের কাজ দিয়ে সবার মন জয় করে নেন সোনু। তাঁর মতো মানুষ সত‍্যিই খুব কম হয়। সোনু চিরদিন ভাল থাকুন, আরো উন্নতি করুন, এই কামনাই করেছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/Celke5DJpPM/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে বিহারেরই জামুই জেলার সীমার পাশে দাঁড়িয়ে তাকে কৃত্রিম পায়ের বন্দোবস্ত করে দেন সোনু। দুর্ঘটনায় একটা পা হারানো সীমা লাফিয়ে লাফিয়ে স্কুলে যায়। একটি ভিডিও টুইট করেছিলেন সোনু যেখানে দেখা যাচ্ছে, স্কুলের পোশাক পরে এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলের পথে চলেছে সীমা।

পিঠে ব‍্যাগ, কিন্তু পায়ে কোনো জুতো নেই। ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছিলেন, ‘এবার একটা পায়ে না, দু পায়ে লাফিয়ে স্কুলে যাবে। টিকিট পাঠাচ্ছি। চলুন দু পায়ে হাঁটার সময় এসে গিয়েছে।’ সোনুর এই উদার মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর