উচিত জবাব সঞ্জয় রাউতকে! নরেন্দ্র মোদী নয়, উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক কাজ করে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের (migrant workers) ত্রাতা হয়ে উঠেছেন তিনি। যে যেখানেই বিপদে পড়েছে, অর্থসঙ্কটে বাড়ি ফিরতে পারছে না, সোনুর সঙ্গে যোগাযোগ করলেই তিনি অবতীর্ণ হচ্ছেন ত্রাতার ভূমিকায়।
কিন্তু এই উদ‍্যোগে কয়েকবার কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে সোনুকে। তাঁর উদ‍্যোগে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টাও চলেছে। তবে সম্রতি সোনুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউত (sanjay raut)। রবিবার তিনি কটাক্ষ করেন, পরিযায়ী শ্রমিকদের জন‍্য এত তাড়াতাড়ি বাস, ট্রেনের ব‍্যবস্থা করার মধ‍্যে নিশ্চয়ই বড় কোনও ষড়যন্ত্র আছে। তিনি আরও দাবি করেন, খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর (Narendra Modi) সেলিব্রিটি ম‍্যানেজার হয়ে উঠবেন সোনু।
কিন্তু সঞ্জয় রাউতের যাবতীয় অভিযোগ, কটাক্ষ ফুৎকারে উড়িয়ে রবিবার রাতেই মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী উদ্ভব ঠাকরের (uddhav thackeray) সঙ্গে দেখা করেন সোনু সূদ। মাতশ্রী অর্থাৎ নিজের বাসভবনে এদিন অভিনেতাকে আমন্ত্রণ জানান উদ্ধব। সোনুর উদ‍্যোগের প্রশংসা করেন তিনি।

sonu sood 2
জানা গিয়েছে, এদিন মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ও ত্রাণের কাজ সংক্রান্ত আলোচনা হয় সোনু ও উদ্ধবের মধ‍্যে। এছাড়াও সেদিন উপস্থিত ছিলেন যুব সেনা প্রধান তথা মহারাষ্ট্রের পরিবেশ ও পর্যটন মন্ত্রী আদিত‍্য ঠাকরে এবং মহারাষ্ট্রের বিধায়ক আসলাম শেখ।

সোনুর সঙ্গে মোলাকাতের পর রবিবার রাতে টুইট করেন আদিত‍্য ঠাকরে। তিনি লেখেন, ‘একসঙ্গে থাকা মানে আরও শক্তিশালী হওয়া। আরও বেশি মানুষকে সাহায‍্য করা সম্ভব। একজন ভাল মনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগল।’ উত্তরে পাল্টা টুইট করে অভিনেতা লেখেন, ‘আমার সৌভাগ‍্য। পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিতে সবরকম সাহায‍্যের জন‍্য ধন‍্যবাদ।’

প্রসঙ্গত, রবিবার সকালে শিবসেনার মুখপত্র সামনায় সঞ্জয় রাউত লেখেন, মহারাষ্ট্র সরকার ভিন্ন শাখা তৈরি করেছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন‍্য। কিন্তু একটি ক‍্যাম্পেনে বলা হচ্ছে এই নম্বরে ফঝন করলেই সোনু সূদ বাড়ি পৌঁছে দেবছ। এর নেপথ‍্যে একটা বড় রাজনৈতিক শক্তি কাজ করছে। মানুষকে বোঝানো হচ্ছে সরকার কিছু করে না। তিনি আরও কটাক্ষ করেন, বিজেপি সোনুকে ‘মহাত্মা’ বানাতে চাইছে। খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন সোনু।
অবশ‍্য অভিনেতা এই কটাক্ষকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন, তাঁর কথায়, রঙ নির্বিশেষে সব রাজনৈতিক দলই তাঁর উদ‍্যোগে তাঁকে সাহায‍্য করছে। রাজ‍্য সরকারের সঙ্গে কোনোরকম মতবিরোধের জল্পনাকেও উড়িয়ে দেন তিনি। কিন্তু উদ্ধব ঠাকরের সঙ্গে সোনুর এই সাক্ষাতের পরেঝ কটাক্ষ করতে ছাড়েননি সঞ্জয় রাউত। তিনি টুইট করেন, ‘যাক অবশেষে সোনু সূদ মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রীর বাড়ির ঠিকানা খুঁজে পেলেন। উনি মাতশ্রী পৌঁছেছেন। জয় মহারাষ্ট্র।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর