‘আমি ব্যথিত’, তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে আক্ষেপের সুর সৌগতর গলায়! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ‘দলের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দেখলে ব্যথিত হই। চাকরিতে লোক প্রবেশ করানোর শেষ কোথায়, তা কেউ জানে না’, বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করে ঠিক এই ভাষাতেই দলের দুর্নীতি পরায়ন নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায় (Sougata Roy)। আবার অপরদিকে মন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmik) দাবি, “ব্যক্তিগত দুর্নীতির দায়ী কিন্তু দলের নয়।”

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচার মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এসএসসি এবং প্রাথমিক টেট সহ অন্যান্য দুর্নীতি মামলায় হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যরা। আবার অপরদিকে গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে বহু তৃণমূল নেতা মন্ত্রীরা। এই পরিস্থিতিতে শাসকদলকে কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলি।

এবার দলের দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করতে দেখা দিল বর্ষীয়ান নেতা সৌগত রায়কে। অতীতেও একাধিক সময় বিতর্কিত মন্তব্য প্রকাশ করতে দেখা গিয়েছে সৌগতবাবুকে। কখনো বিরোধীদের চরম কটাক্ষ, আবার কখনো দলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য, সর্বদাই খবরের শিরোনামে থাকেন দমদমের তৃণমূল সাংসদ।

সম্প্রতি বরানগরে বিজয়া সম্মিলনীর একটি অনুষ্ঠানের ভিডিও ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে, যেখানে সৌগত রায় বলেন, “দলের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দেখলে আমি ব্যথিত হই। ছোটবেলা থেকে এদেরকে দেখেছি। কখন দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়ল, টের পাওয়া যায়নি, আমি দুঃখিত। চাকরিতে বেআইনিভাবে প্রবেশ করানোর শেষ কোথায়, তা কেউ জানে না।”

Untitled design 2022 08 30T173646.607

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “কেউ যদি ব্যক্তিগত দুর্নীতি করে থাকে, তার দায় দল কখনো নেবে না। একজন চিকিৎসক যদি চিকিৎসায় ত্রুটি করে, তাহলে পরিবারের কাউকে কি ডাক্তার দেখানো যাবে না? একজন শিক্ষক খারাপ হলে অন্য শিক্ষকের কাছে সন্তানকে পাঠানো কি উচিত নয়? সে রকম দলের ভিতরে কোন নেতা যদি ভুল করে থাকে, তাহলে তার দায় দলের নয়।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর