‘সংসার করতে চান?’ বিচ্ছেদ মামলার শুনানিতে বিচারকের প্রশ্নের কী উত্তর দিলেন সৌমিত্র-সুজাতা?

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ডিভোর্স মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিলেন বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Soumita Khan) ও সুজাতা মণ্ডল (Sujata Mondal)। এদিন আদালতে তাঁদের ডিভোর্স মামলার শুনানি (Divorce case) ছিল। পূর্বে সুজাতা, সৌমিত্র দুজনেই আলাদাভাবে আদালতে হাজির হয়ে মিউচুয়াল ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। আজ সেই মামলারই শুনানি হল বাঁকুড়া জেলা আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে।

এদিন বহুক্ষণ এই মামলার শুনানি চলে এজলাসে। সৌমিত্র স্ত্রী সুজাতার মন্তব্য, এই ডিভোর্সের মামলায় তাঁর কোনো রকম দাবি দাওয়া নেই। বিষয়টি আদালতের ওপরেই ছেড়ে দিয়েছেন তিঁনি। আদালত চাইলে দ্রুত এই মামলার নিস্পত্তি হবে। অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তাঁর কথায়, ‘বিষয়টি ব্যক্তিগত’। কিন্তু তাঁর আইনজীবী জানান, “মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। আজ তারই শুনানি হয়েছে। আদালত দুপক্ষের কাছেই তাঁদের সম্পর্ক নিয়ে জানতে চেয়েছে। দু’পক্ষই ডিভোর্সের ব্যাপারে আদালতের কাছে তাঁদের সম্মতির কথা জানিয়েছেন।”

উল্লেখ্য, ২০১৬ সালে ১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৌমিত্র-সুজাতা। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়ায় সৌমিত্র খাঁ। তবে আদালতের নির্দেশ মত নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যেতে পারেননি বিজেপি সাংসদ। তখনই স্বামীর হয়ে ভোট প্রচারে নামেন স্ত্রী সুজাতা। রাজনৈতিক মহলের অধিকাংশের মতে ১৯ এর লোকসভা কেন্দ্রে সৌমিত্রর জয়ের পেছনে আসল হাত ছিল সুজাতার। তাঁর প্রচারেই জয়লাভ করে সৌমিত্র।

sujata soumitra

অন্যদিকে এর কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য সমস্যা দেখা দেয়। আলাদাও থাকতে শুরু করেন দুজন। এরপর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় সুজাতা। তাঁকে প্রার্থীও করে তৃণমূল। এরপরেই সেই বিচ্ছেদ গিয়ে পৌঁছায় আদালতে। দায়ের হয় বিবাহ বিচ্ছেদ মামলা। এদিন এই মামলারই শুনানি ছিল আদালতের। জানা গিয়েছে এদিন দুজনেই আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর