লাগাতার বিজেপি কর্মী খুন প্রসঙ্গে বিস্ফোরক প্রতিক্রিয়া সৌমিত্র খাঁর, করলেন বড়ো মন্তব্য

বাংলাহান্ট ডেস্কঃ আক্রমণাত্মক ভঙ্গিতে আবারও মন্তব্য করলেন বিজেপির (Bharatiya Janata Party) যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। নিউ বারাকপুরে এক সভায় দাঁড়িয়ে তিনি হুঙ্কার ছাড়লেন বিরোধীদের উদ্দেশ্যে। নাম না করেই হুঁশিয়ারি দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

মঙ্গলবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার সামনে নবান্ন অভিযানের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে রণমূর্তি ধারণ করলেন সৌমিত্র খাঁ। আগামী ৮ তারিখ নবান্ন অভিযান সফল করতে এই সভার আয়োজন করেছিল বিজেপির সদস্যরা। মূলত উত্তর ২৪ পরগণা জেলার উপর যে বিশেষ করে তারা নির্ভরশীল, তা এদিন বুঝিয়ে দিলেন।

soumitra 5 2

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর কথায় ফুটে উঠল বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদী ভাষা। তাঁর কথায়, রাজ্যে প্রতিনিয়তই বিজেপি কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের টার্গেট করা হচ্ছে। অন্যায়ভাবে খুন করাও হচ্ছে। এমনকি প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যকেও মার খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের সময় এসে গেছে। গণতান্ত্রিক ব্যবস্থার নির্দিষ্ট পদক্ষেপের পথ ধরেই ৩৫৬ ধারা প্রয়োগের দিকে এগোচ্ছে বাংলা। কেন্দ্রকে কোন সম্মানই দিচ্ছে না রাজ্য’।

ওই মঞ্চে দাঁড়িয়েই সৌমিত্র খাঁ বলেন, আগামী ৮ তারিখ নবান্ন অভিযানের মাধ্যমে কলকাতায় প্রায় আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে। আশা করা যাচ্ছে, এর মধ্যে প্রায় ৩০ হাজার মানুষ থাকবেন উত্তর ২৪ পরগণা থেকেই’। তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী এক বছরের মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদের কোমরে দড়ি বেঁধে পেটাব, আমি আপনাদের কথা দিচ্ছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর