‘খড়কুটো’কে নকল করেই ‘মিঠাই’ এর এত রমরমা, বিষ্ফোরক দাবির উত্তরে কি বললেন সৌমিতৃষা!

বাংলাহান্ট ডেস্ক: পরপর ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার ‘মিঠাই’ (mithai)। বাংলার দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই জনপ্রিয় সিরিয়াল। শুরু থেকেই হাসিখুশি মিঠাই ও মোদক পরিবারকে আপন করে নিয়েছে দর্শকরা। লাগাতার কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার একেবারে শীর্ষে বসে রয়েছে মিঠাই।

পরপর বেশ কয়েকটি বড়সড় টুইস্ট আর তার উপর মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থর ধীরে ধীরে দুর্বল হওয়া এই দুইয়ের জাদুতেই বাজিমাত করছে মিঠাই, নেটিজেনদের একটা বড় অংশের দাবি এমনটাই। আবার কয়েকজন সিরিয়ালপ্রেমীর বক্তব‍্য, মিঠাই নাকি স্টার জলসার ‘খড়কুটো’কে নকল করেছে।

IMG 20210517 155458
মিঠাই আর খড়কুটোর নাকি বেশ কিছু মিল রয়েছে। কি কি মিল? খড়কুটোয় যেমন যৌথ পরিবার দেখানো হয়েছে মিঠাইয়ের মোদক পরিবারও যৌথ। গুনগুন সৌজন‍্যর টক মিষ্টি সম্পর্কের ছায়া স্পষ্ট মিঠাই সিডের রসায়নেও। এমন মন্তব‍্য নজর এড়ায়নি মিঠাই পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসেরও। তবে তাঁর দাবি একেবারে আলাদা। মিঠাইয়ের প্রতিদ্বন্দ্বী খড়কুটো নয়, বরং ছিল স্টার জরসার আরেক জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’।

এই প্রসঙ্গে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু বলেন, মোহর ও মিঠাই দুইয়ের সম্প্রচারণের সময় ছিল একেবারে প্রাইম টাইম। সেই দিক থেকে দুই সিরিয়ালের মধ‍্যে প্রতিযোগিতা ছিল প্রথম থেকেই। মিঠাই সিডের মতো মোহর শঙ্খর জুটিও দর্শকদের বেশ পছন্দের ছিল। তবে মিঠাইয়ের চিত্রনাট‍্য শুনেই মনে ধরে গিয়েছিল সৌমিতৃষার।

অভিনেত্রীর কথায়, এই সিরিয়ালেই প্রথম ময়রার বাড়ির অন্দরমহল ও মিষ্টি তৈরির কারখানা দেখানো হয়েছে। ময়রা বাড়ির কাহিনি নিয়েই তৈরি এই সিরিয়াল‌। সৌমিতৃষা বলেন, দর্শকেরা প্রতিনিয়ত নতুন কিছুর সন্ধানে থাকেন। এই সিরিয়ালের নতুনত্ব দর্শকদের আকৃষ্ট করেছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর