‘সবাই ঠিকই বলে, আমি ধর্ষক’! বিস্ফোরক পোস্টে আত্মহত্যার ইঙ্গিত সারেগামাপা খ্যাত সৌম্যর

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া পোস্টে আত্মহত্যার ইঙ্গিত দিলেন সারেগামাপা জয়ী সঙ্গীতশিল্পী সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)। নিজেকে ‘ধর্ষক’ বলে দাবি করে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি পোস্টে। লেখার প্রতিটি লাইনে তাঁর অভিমান স্পষ্ট। সৌম্যকে নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে অনুরাগীদের।

রবিবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করেন সৌম্য চক্রবর্তী। ২০১৯ সালে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই বিষয়টা টেনেই একের পর এক পোস্ট করতে দেখা যায় সৌম্যকে। এমনকি তিনি এও বলেন, তাঁর ঘনিষ্ঠ জনও নাকি তাঁকে ‘রেপিস্ট’ বলেছেন!

soumya chakraborty

নিজের ফেসবুক প্রোফাইলের ডিপি বদলে ফেলেন সৌম্য। সেখানে লেখা ছিল ‘আই অ্যাম এ রেপিস্ট’। এরপর তিনি লেখেন, ‘নিরুপায় হয়ে লিখছি আজ সবচেয়ে প্রিয় কাছের মানুষের কাছেও শুনলাম আমি রেপিস্ট! আর বাকিদের সঙ্গে যুদ্ধ করব না। সবাই ঠিকই বলে, প্লিজ আমি তাইই। ধন্যবাদ!’

অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘আজ থেকে গান বাজনাটা টোটালি ছাড়লাম। এনাফ ইজ এনাফ। অনেক দিন যুদ্ধ করলাম, আর পারছি না’। শুধু তাই নয়, সৌম্যর অপর একটি পোস্টে লেখা ছিল, ‘দয়া করে কেউ কল করবেন না। আমি শান্তিতে চলে যেতে চাই এরপর। অনেক যুদ্ধ করলাম সমাজের সঙ্গে। আজ হার মেনে নিয়েছি, আর পারছি না’!

সৌম্যর এমন পোস্টে চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা। সংবাদ মাধ্যমের ফোন ধরাও বন্ধ করে দেন সঙ্গীতশিল্পী। এখন অবশ্য সেসব পোস্ট আর নেই সৌম্যর প্রোফাইলে। ডিপি বদলে ফের নিজের ছবিই পোস্ট করেছেন তিনি। প্রিয় সঙ্গীতশিল্পীকে চেনা ফর্মে ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ করেছিলেন ২০১৬ সালে নাকি তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেন সৌম্য। ব্ল্যাকমেল করেও নাকি তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল। কিন্তু সৌম্য দাবি করেছিলেন, তিনি এমন কোনো কাজই করেননি। বরং ওই যুবতীর সঙ্গে নাকি তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁর অন্যত্র বিয়ে হওয়ায় টাকা দাবি করেন ওই যুবতী। সৌম্য দিতে অস্বীকার করলেই নাকি তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ আনেন ওই যুবতী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর