নিজের জীবনে এই ৫টি বড় বিবাদে জড়িয়েছিলেন সৌরভ! প্রত্যেক প্রতিপক্ষই ছিল মারাত্মক প্রভাবশালী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আজকাল ধারাভাষ্যে ছাড়াও নানা কাজের সাথে যুক্ত আছেন। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ধারাভাষ্য করতে দেখা গেছে সৌরভ গাঙ্গুলিকে। প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের সাথে পর্ব হোক বা বিরাট কোহলির সাথে অধিনায়কত্ব নিয়ে বিতর্ক, সৌরভ গাঙ্গুলী এই ঘটনার কারণে অনেক গুঞ্জন তৈরি করেছেন। সৌরভ গাঙ্গুলীকে ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের মধ্যে গণ্য করা হয়। নিজের ঔদ্ধত্যের কারণে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ককে একাধিকবার বিতর্কে জড়াতে হয়েছে।

বিরাট কোহলি বনাম সৌরভ: বিরাট কোহলি ও সৌরভ একই প্রজাতির অধিনায়ক। দুজনেই আগ্রাসনের সাথে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পছন্দ করেন। কিন্তু কোহলির অধিনায়কত্বের শেষদিকে তার সঙ্গে সৌরভের বিরোধ দেখা দেয় এবং শেষপর্যন্ত কোহলি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন।

গ্রেগ চ্যাপেল বনাম সৌরভ: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের মধ্যে একটি। সৌরভ নিজেই প্রাক্তন অজি অধিনায়ককে ভারতের কোচ করে এনেছিলেন। কিন্তু কিছুদিন সময় কাটতেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। সৌরভের পেছনেই ছুরি মারেন চ্যাপেল। খারাপ ফর্মের কারণে তিনি দল থেকে বাদ পড়েন এবং রাহুল দ্রাবিড় তার বদলে নতুন অধিনায়ক হন।

রবি শাস্ত্রী বনাম সৌরভ: সৌরভ গঙ্গোপাধ্যায় একসময় রবি শাস্ত্রীর ব্যাটিংয়ের গুণমুগ্ধ ভক্ত ছিলেন। তবে যখন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অস্থায়ীভাবে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন তখন সৌরভের পরামর্শেই তাকে সরিয়ে অনিল কুম্বলে কে আনা হয় হয় কোচ হিসেবে। এরপরেই দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং শাস্ত্রী একাধিকবার প্রকাশ্যে সৌরভের বিরুদ্ধে মুখ খুলেছেন ব্যাঙ্গাত্মকভাবে।

অ্যান্ড্রু ফ্লিনটফ বনাম সৌরভ: ভারতের মাটিতে একটি ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ ট্র্যাক করার পর আনন্দে নিজের জার্সি খুলে মাঠের মধ্যে ঘুরিয়েছিলেন তৎকালীন ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এর বদলা হিসেবে লর্ডসে ন‍্যাটওয়েস্ট সিরিজ জিতে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ব্যালকনিতে সৌরভের জার্সি ঘোরানোর ভিডিও প্রত্যেক ভারতীয়র মনে চিরকাল অমলিন স্মৃতি হিসেবে থেকে যাবে। তবে এই নিয়ে বিতর্কও কম হয়নি সেই সময়।

শাহরুখ খান বনাম সৌরভ: আইপিএলের প্রথম বছরে কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক এর দায়িত্ব পালন করেছিলেন সৌরভ এবং সেবার ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৬ টি ম্যাচ জিততে পেরেছিল কেকেআর। এরপরে বিতর্কিতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে অধিনায়কত্ব দায়িত্ব কেড়ে নিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্র্যান্ডন ম্যাককালামকে। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও সেবার কেকেআর আরো খারাপ পারফরম্যান্স করে এবং যার জন্য পরের বছরই সৌরভকে অধিনায়ক হিসেবে দায়িত্বে ফেরত আনা হয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর