“শুধু রোহিতকেই না, বাবরকেও বলছি…”, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতীয় দল (Indian Cricket Team) যখন আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) মাঠে নামবে তখন ক্রিকেটপ্রেমীরা নিজেদের অন্যান্য কাজগুলি ছেড়ে টিভির সামনে বা ল্যাপটপের পর্দায় বা মুঠোফোনের স্ক্রিনে চোখ রাখবেন। সকলের মনেই প্রশ্ন থাকবে যে বিশ্বকাপের (2023 ODI World Cup) এই হাইভোল্টেজ ম্যাচে শেষপর্যন্ত বাজি মারবে কোন দল। এবার এই প্রশ্নের জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

বাকি সকল ভক্তদের মতো সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য উৎসাহী হয়ে রয়েছেন। নিজের ক্রিকেট কেরিয়ারে তিনি বিশ্বকাপে কেবলমাত্র একবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পেরেছেন। ২০০৩ সালের সেইবার অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নিজের পারফরম‍্যান্সটা মনে রাখতে চাইবেন না সৌরভ। তবে অধিনায়ক হিসেবে তিনি সেই ম্যাচটি জিততে পেরেছিলেন সচিন টেন্ডুলকারের, রাহুল দ্রাবিড় এবং যুবরাজ সিংয়ের ব্যাটে ভর করে।

আহমেদাবাদে নিজের হোটেল রুম থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করার আগে সৌরভ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন আহমেদাবাদ পুরোপুরি তৈরি এই হাইভোল্টেজ ম্যাচের জন্য এবং গোটা শহর জুড়ে তার আঁচ পাচ্ছেন তিনি।

আরও পড়ুন: আইডল রোনাল্ডো ১২৫*, মহালয়ায় পাকিস্তানের বিরূদ্ধে ভক্ত কোহলির ব্যাট থেকে কত আসবে?

এরপর ম্যাচের প্রসঙ্গে কথা বলেছেন সৌরভ। এই ম্যাচে কারা একটু এগিয়ে রয়েছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন যে ভারতীয় দলের সব বিভাগ এই মুহূর্তে অত্যন্ত ভালো ছন্দে রয়েছে। তাই নিঃসন্দেহে হোম স্টেডিয়ামে ভারত যে ফেভারিট সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: অতিরিক্ত আত্মবিশ্বাসী নই! পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোহলিরা হালকা মেজাজে, চাপে রোহিত

তবে সৌরভ এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারত এবং পাকিস্তান দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আয়োজনকে নিজেদের সেরাটা দিতে বলেছেন দলের জন্য। একটা উপভোগ্য ম্যাচ সকলে দেখতে পাবেন এমনটাই আশা করা হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর