সেদিনের শত্রু, আজ সহকর্মী, ভারতীয় দল যা করেনি সেটা DC-র হয়ে করে দেখাবে সৌরভ-পন্টিং জুটি!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের নতুন দায়িত্বে কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই (BCCI) সভাপতির দায়িত্ব হারানোর পর থেকে তিনি কোন পথে হাঁটেন সেদিকে নজর ছিল সকলেরই। কিছু মাস আগে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এক সূত্র মারফতে জানা গিয়েছিল যে তিনি আবার এই আইপিএল (IPL 2023) ফ্র‍্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হতে চলেছেন। তবে এবার মেন্টর নয়, ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে এই দলে থাকবেন সৌরভ। এই ঘোষণা অফিসিয়াল হবার এক সপ্তাহের মধ্যে শিবিরে যোগ দিলেন মহারাজ।

আজ শিবিরে যোগ দেওয়ার পরেই নিজের একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ান অধিনায়ক ও বর্তমানে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে দেখা করেন সৌরভ। একসাথে ছবি তোলার পর বেশ কিছুক্ষণ নিজেদের নিয়ে আলোচনা করেন দুই কিংবদন্তি। এর আগে যখন দুজনে এই দলের সঙ্গে যুক্ত ছিলেন তখন আইপিএলের ফাইনাল অবধি পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। এবার কি নিজেদের সেই সর্বাধিক সাফল্যকে টপকে যেতে পারবেন তারা? সেটার উত্তর অবশ্য সময়ই দেবে।

তবে আসন্ন আইপিএলে ভালো পারফরম্যান্স করাটা খুবই শক্ত দেখলেই ক্যাপিটালসের পক্ষে। তারা নিজেদের অধিনায়ক রিশভ পন্থকে পাবেন না। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পন্থ এখনো নিজের পায়ে ঠিকঠাক হাঁটতে পারছেন না। সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন যে তাকে না পাওয়াটা একটা বড় থাকা হবে তাদের কাছে।

সেই সমস্যা কি করে সমাধান করা যায় এর একটা রাস্তা অবশ্যই বার করেছেন কোচ পন্টিং। তিনি পন্থের জায়গায় মিডল অর্ডারে অক্ষর প্যাটেলকে ব্যবহার করতে চান। এই তারকা অলরাউন্ডার সম্প্রতি জাতীয় দলের হয়ে নিজের ব্যাটিংয়ে প্রভূত উন্নতি করেছেন। এর আগে ভারতীয় দল বা আইপিএলের ফ্র‍্যাঞ্চাইজিগুলি তার ব্যাটিংকে যথাযথভাবে ব্যবহার করেনি।

axar 50

কিন্তু এবার সেই কাজটাই সঠিকভাবে করতে চান পন্টিং। তাকে এই ব্যাপারে সহায়তা করবেন দাদা। এতদিন তাকে শুধু একজন স্পিনার হিসেবেই ব্যবহার করে আসতো দলগুলি। এই দিল্লি ক্যাপিটালস দল তাকে একজন মিডল অর্ডারের স্তম্ভ হিসাবে ব্যবহার করতে আগ্রহী বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন রিকি পন্টিং।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর