সৌরভ গাঙ্গুলির ব্যাবহারে ক্ষুব্ধ তার ভক্তরা, ভারতের একজন আইকন হয়েও কিভাবে তিনি এই কাজ করতে পারেন প্রশ্ন ভক্তদের

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও ধরা হয়। ভালোবেসে সৌরভ গাঙ্গুলীকে তার শহরের মানুষ অর্থাৎ কলকাতার মানুষ “প্রিন্স অফ কলকাতা” (Prince of calcutta) নামেও ডাকে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ধারাভাষ্য হিসেবে কাজ করেছেন সৌরভ গাঙ্গুলী। তারপর তিনি যোগ দিয়েছিলেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Bengal cricket Assiosation) সভাপতি হিসেবে দুর্দান্ত কাজ করেছিলেন সৌরভ গাঙ্গুলী। তারপর তিনি সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI president) হিসেবে নিযুক্ত হয়েছেন। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে প্রশংসনীয় কাজ করে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রেসিডেন্ট হয়েই দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্ট আয়োজন করেছিলেন মহারাজ। এছাড়া করোনা অবহের মধ্যেও যেভাবে আইপিএল আয়োজন করেছে বিসিসিআই তাতে সৌরভ গাঙ্গুলির কৃতিত্বই বেশি।

Sourav Ganguly AP Photo 1

তবে বেশ কয়েকদিন যাবৎ সৌরভ গাঙ্গুলীর কাজকর্মে খুব একটা খুশি হতে পারছেন না তার ভক্তরা। এই কয়েক বছর সৌরভ গাঙ্গুলী মোবাইল ফ্যান্টাসি অ্যাপ “My11circle” এর প্রমোশন করে যাচ্ছেন, এটা একেবারেই পছন্দ নয় সৌরভ গাঙ্গুলী ভক্তদের। তাদের মতে ভারতবর্ষের একজন আইকন হয়ে কিভাবে সৌরভ গাঙ্গুলী এই সমস্ত মোবাইল ফ্যান্টাসি অ্যাপ গুলির প্রমোশন করতে পারেন? তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, তাকে কখনোই এই ধরণের কাজ কর্মে মানায় না। তাই সৌরভ গাঙ্গুলির উচিৎ এখনই এই সমস্ত অ্যাপ গুলি থেকে দূরত্ব বজায় রাখা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর