কেমন আছে সৌরভ? হেলথ বুলেটিন জারি করে জানালো হাসপাতাল

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এখন অনেকটা সুস্থ। উডল্যান্ডস হাসপাতাল সৌরভের হেলথ বুলেটিন জারি করেছে। হাসপাতালের বুলেটিন অনুযায়ী, আপাতত সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্ট করা হবে না। কারণ উনি আগের থেকে সুস্থ আছেন।

হাসপাতালে ৮ সদস্যের চিকিৎসক বোর্ডের মিটিং আজ সকাল ১১ঃ৩০ নাগাদ হয়। মিটিংয়ে সৌরভের পরিবারের সদস্যদের সাথে ওনার আগামী চিকিৎসা নিয়ে চর্চা করা হয়। বোর্ডের সদস্যরা সৌরভ গাঙ্গুলির মেডিক্যাল রিপোর্ট আর ওনার বর্তমান শারীরিক অবস্থার সমীক্ষা করেন।

সুরভের হার্টের দুটি কোরনারি ব্লকেজ অ্যাঞ্জিওপ্লাস্ট দ্বারা ক্লিয়ার করা হয়েছে। বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিতে নির্ণয় নেওয়ার যে আপাতত সৌরভের আর অ্যাঞ্জিওপ্লাস্ট হবে না, কারণ উনি আগের থেকে সুস্থ আছেন আর ওনার শারীরিক অবস্থা দিনদিন উন্নত হচ্ছে।

বোর্ডের বৈঠকে সৌরভের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন আর ওনাদের আগামী চিকিৎসা নিয়ে জানানো হয়। চিকিত্সকরা সৌরভের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবিরাম নজর রাখবেন এবং হাসপাতাল থেকে ছাড়ার পর বাড়িতেও ওনার জন্য স্বাস্থ্য পরিকল্পনা প্রস্তুত করা হবে। জানা যাচ্ছে যে ওনাকে বুধবার ছুটি দেওয়া যেতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর