ঠিক যেন দেবদূত! চুপিচুপি মহান কাজ সারলেন সৌরভ, দাদার কীর্তি শুনে ধন্য ধন্য করবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একাধিক কারণে চলে আসেন খবরের শিরোনামে। এবার সৌরভ এমন কাজ করেছেন, যার জন্য তাঁকে বাহবা জানাতে পিছ পা হচ্ছেন না কেউ।

কিছুদিন আগে সৌরভের বাড়ি থেকে লাখ টাকার ফোন খোয়া যায়। তারপর সেই চুরির অভিযোগ জানাতে থানাতেও গিয়েছিলেন তিনি। সৌরভের ফোন চুরির ঘটনা সামনে আসার পর জলঘোলাও হয় বেশ।অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে নিয়েও ছিলেন বেশ চিন্তায়। হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

আরোও পড়ুন : বাতিল আধার কার্ড! বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে ডিঅ্যাকটিভেশন চিঠি, চিন্তা বাড়ছে জামালপুরে

তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। একাধিক এই ধরনের ঘটনা নিয়ে যখন সৌরভ বেশ চিন্তায়, ঠিক তখনই তিনি অবতীর্ণ হলেন ত্রাতা রূপে। সৌরভের এই মানবিক দিক শুনলে আপনিও তাঁকে কুর্নিশ জানাবেন। জানা গেছে, সিএবির (Cricket Association of Bengal) প্রাক্তন সহ সভাপতি শম্ভুনাথ পোদ্দার বেশ অসুস্থ।

আরোও পড়ুন : প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, না ফেরার দেশে প্রবীণ রাজনীতিক

সবার কাছে শম্ভুনাথ পোদ্দার পরিচিত ‘কটাদা’ নামে। প্রিয় শম্ভুনাথদার অসুস্থতার খবর পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ছুটে গেছেন। জগমোহন ডালমিয়ার যখন সিএবি সভাপতি হন, শম্ভুনাথ বাবু তখনও সহ-সভাপতি ছিলেন। তবে সম্প্রতি এই শম্ভুনাথ পোদ্দার বেশ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা নেই তাঁর কাছে।

sourav 2

এই বিষয়ে এখন দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছেন শম্ভুনাথ বাবু। পাশাপাশি সংক্রমণ দেখা দিয়েছে পায়ে। অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ছিল ৫ লক্ষ টাকার। শম্ভুনাথের স্ত্রী এহেন অবস্থায় শরণাপন্ন হন সৌরভের। সব কথা শুনে সৌরভ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মানবিক রূপ দেখে সকলেই এখন আপ্লুত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর