তুমি এলে কেন? আমি ভালোই আছি! হাসপাতালে ফিরহাদকে বললেন সৌরভ

আজ সকালে সৌরভ গাঙ্গুলির (sourav Ganguly) অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল। মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে জানা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের৷ সন্ধ্যেয় সৌরভকে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee) , ফিরহাদ হাকিম (firhad hakim)। ফোন করে খবর নিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (amit shah) ।

sourav ganguly 2

আজ সকালে নিজের বাড়িতেই জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপর তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে সৌরভের হার্টে ব্লকেজ রয়েছে। হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ পাওয়া গেছে। তবে উদ্বিগ্ন হওয়ার তেমন কারন নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

সৌরভকে এদিন দেখতে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ রায়। সেখানে সৌরভের সাথে কথা বলেছেন ফিরহাদ। সৌরভ তাকে বলেছেন, ‘তুমি কষ্ট করে এলে কেন? আমি ভালো আছি’। সন্ধ্যেয় সৌরভকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সৌরভের ফোন খবর নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। প্রিয় ক্রিকেটারের অসুস্থতার খবরে সুস্থতার প্রার্থনা করছেন তার অগনিত ভক্তরা।

কিন্তু ঠিক কি কারনে এই অসুস্থতা? চিকিৎসকরা জানাচ্ছেন বংশগত ও অতিরিক্ত স্ট্রেস উভয় কারনেই সৌরভ হৃদরোগের শিকার হতে পারেন। এই মুহুর্তে বিসিআই প্রেসিডেন্ট এর দ্বায়িত্ব ছাড়াও রিয়েলিটি শোর হোস্ট, একাধিক ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। ফলে স্বভাবতই তুমুল ব্যস্ত তিনি। এই কাজের চাপই তার অসুস্থতার কারন হতে পারে৷

২০১৩-র ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলির । অসুস্থতার ক্ষেত্রে এই বংশগত দিকটিকেও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।

 

সম্পর্কিত খবর