মুরগি আগে নাকি ডিম আগে? অবশেষে ধাঁধার উত্ত‍র ফাঁস হল সৌরভের ‘দাদাগিরি’তে

বাংলাহান্ট ডেস্ক: পৃথিবীর সবথেকে কঠিন ধাঁধা কী? অনেকেই বলবেন, ‘ডিম আগে নাকি মুরগি আগে?’ এই প্রশ্নটি প্রায় সকলেই কখনো না কখনো শুনেছেন, উত্তর ভাবতে গিয়ে অনেক মাথাও চুলকেছেন। কিন্তু শেষমেষ সঠিক উত্তরটা কী হবে সেটাই বুঝে উঠতে পারেননি কেউ। তবে সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly) ‘দাদাগিরি’তে (Dadagiri) একবার এই ধাঁধার উত্তর বলেছিলেন।

দাদাগিরির যারা দর্শক তারা এই শোয়ের জনপ্রিয় রাউন্ড ‘গুগলি’ সম্পর্কে যথেষ্ট অবহিত। শোয়ের একটি পুরনো পর্বে প্রতিযোগী হয়ে এসেছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। তাঁর ভাগ‍্যেই পড়েছিল বহুল প্রচলিত এই গুগলিটি, ‘ডিম আগে নাকি মুরগি আগে?’

Dadagiri Unlimited Season 8
বিশ্বনাথ ভেবেছিলেন, মুরগির আগে ডিম লেখা আছে বলেই উত্ত‍রটা হবে ডিম। কিন্তু সৌরভ বুঝিয়েছিলেন যে ডিম সঠিক উত্তর। প্রশ্নে তো কোথাও লেখা নেই যে ডিম বলতে এখানে মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। পৃথিবীতে সর্বপ্রথমে ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। তাই গুগলির উত্ত‍র ডিম।

আর যদি ধাঁধার কথা বলেন, তবে জানিয়ে রাখি ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এর উত্ত‍র খুঁজে বের করেছেন। তাঁরা বলছেন, মুরগির ডিমের খোলায় থাকে Ovocleidin নামে একটি প্রোটিন, যা দিয়ে তৈরি হয় ডিমের খোলাটি। আর এই প্রোটিনের উৎস মুরগির জরায়ু। অর্থাৎ মুরগিই এসেছে আগে। আর তারপর ডিম।

প্রসঙ্গত, আজ অর্থাৎ ১৫ মে ইউটিউবারদের নিয়ে একটি বিশেষ পর্ব হতে চলেছে দাদাগিরিতে। বং গাই ওরফে কিরণ দত্ত, তালপাতার সেপাই, ঝিলম গুপ্ত, জিরো ওয়াট খ‍্যাত সৌম‍্য ও তাঁর মা, গৌরব তপাদারের মতো জনপ্রিয় ইউটিউবাররা আসবেন দাদাগিরির মঞ্চে। আর সেখানেই বিশেষ অতিথি রূপে দেখা যাবে জাহ্নবী কাপুরকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর