দিদির দই-রসগোল্লা প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, জানালেন অমিত শাহ কেন আসছেন তার বাড়িতে

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের বঙ্গ সফর নিয়ে ইতিমধ্যেই সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। একদিকে যেমন অমিত শাহ বাংলায় হিংসা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নিশানা বানিয়ে চলেছেন, ঠিক তেমনি ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নানাভাবে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে। আর এর মাঝেই বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহের পৌঁছানোকে কেন্দ্র করে ইতিমধ্যে জল্পনা দানা বাঁধতে আরম্ভ করেছে। এদিন সেই নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দই-রসগোল্লা’ প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের দিকে নজর ছিল সকলের। বাংলায় সাম্প্রতিক হিংসার বাতাবরণের মধ্যে অমিত শাহের আগমন যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, সে বিষয়ে মত পোষণ করে বিশেষজ্ঞরা। তবে এই সফর চলা কালীন সৌরভের বাড়িতে অমিত শাহের পৌঁছানো সম্বন্ধে কেউ কোনরকম আন্দাজই করতে পারেনি। রাজ্যের শাসক দল তো দূরের কথা, বিজেপি দলের একাংশ এই সম্পর্কে অবগত ছিল না। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের কেবল কিছু শীর্ষ স্থানীয় নেতৃত্বের কাছেই এই সংক্রান্ত খবর পৌঁছায়। সংবাদমাধ্যমের কাছে গতকাল খবর আসে যে, আজ তথা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ।

এই খবরটি সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সৌরভের বাড়িতে অমিত শাহ যাবেন। আমি সৌরভকে বলব ওনাকে দই রসগোল্লা খাওয়াতে।” তবে যার বাড়িতে যাওয়া নিয়ে এই বিতর্ক উঠছে, সেই সৌরভের কোন রকম প্রতিক্রিয়া গতকাল অব্দি পাওয়া যায়নি। তবে এদিন শেষপর্যন্ত মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট। অমিত শাহকে আপ্যায়ন প্রসঙ্গে এদিন দাদা বলেন, “আমি ঠিক জানি না। তবে এটুকু আমি শুনেছি যে উনি নিরামিষ খান।”

এছাড়াও দাদা বলেন, “ওনার সঙ্গে আমার অনেক দিনের আলাপ। ওনার ছেলের সাথে আমি কাজ করেছি। আজ দেখা হলে অনেক কথাবার্তা হবে।” এছাড়াও এদিন দিদির দই-রসগোল্লা প্রসঙ্গ উঠলে সৌরভ জানান, “দিদি বাঙালি, তাই বাঙালি মতে যেভাবে অতিথিকে বাড়িতে আপ্যায়ন করা হয়, সেই রীতি মেনেই উনি দই রসগোল্লার কথা বলেছেন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর