‘ওর চাপ কাটাতে বাংলা শিখেছিলাম’, সৌরভের জন্মদিনে অকপট সচিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুজনে সতীর্থ সেই ১২-১৩ বছর বয়স থেকে। দেশের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে একসাথে খেলেছেন। জাতীয় স্তরের বিভিন্ন টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে খেলেছেন তিনি। তাই অতি অল্প বয়স থেকেই একে অপরের খুব ভালো বন্ধু দুজনে। আজ সৌরভের (Sourav Ganguly) ৫০ তম জন্মদিনে সৌরভের প্রতি নিজের আবেগতাড়িত বার্তা পাঠিয়েছেন সচিন (Sachin Tendulkar)।

দুদিন আগেই লন্ডনে সৌরভের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার। এটি তাদের কততম সাক্ষাৎ তা কারোর জানা নেই। কিন্তু তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ইন্দোরে আজ থেকে ৩৫ বছর আগে। মাসখানেক একসঙ্গে থাকার ফলে তাদের বন্ধুত্ব আরও গাঁঢ় হয়। তখন থেকেই তাদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছিল তা ভবিষ্যতে ভারতীয় দলের অশেষ উপকারে লেগেছে। তিনি মজা করে জানিয়েছেন যে দুজনের সম্পর্ক একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিজের প্রিয় দাদিকে মানসিক ভাবে চাঙ্গা করতে ক্রিজে বাংলা ভাষায় কথা বলতেন তিনি। যদিও সৌরভ একাধিকবার নানান জায়গায় মজা করে বলেছেন যে সচিন বাংলা বলতো ঠিকই, কিন্তু সেই বাংলা খুব একটা বোধগম্যতার পর্যায়ে পৌঁছতে পারতো না।

সচিন একটি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে তার মতে সৌরভের মধ্যে সফল হওয়ার এক প্রবল খিদে ছিল। আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে গেলে যে ভয়ংকর ইচ্ছাশক্তির প্রয়োজন সেটিও তার মধ্যে বর্তমান ছিল। সৌরভের এই গুন সচিনকে আকর্ষণ করতো খুবই।

অধিনায়ক হিসেবে সৌরভ যে সফল হবেন এই বিষয়ে তার আগে থেকেই বিশ্বাস ছিল বলে জানিয়েছেন সচিন। সেইজন্যই তিনি যখন অধিনায়কত্ব ছাড়েন তখম সৌরভের নাম পরবর্তী অধিনায়কের জন্য তিনি সুপারিশ করেছিলেন। সৌরভের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, গেম রিডিং, আগ্রাসন, তরুণদের খোলামনে খেলতে দেওয়ার মতো একাধিক গুণের প্রশংসা করেছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর