এমনিতে আমি আবির, কিন্তু খেলার মাঠে জিৎ! বিষ্ফোরক মন্তব‍্য সৌরভের

বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly), নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। এমন অনেকেই আছেন যরা সৌরভ খেলা ছেড়ে দেওয়ার পর আর ক্রিকেটমুখো হননি। কিন্তু বাংলার মুখ বরাবর উজ্জল করে এসেছেন সৌরভ। তিনি এখন একাধারে বিসিসিআই এর সভাপতি এবং দাদাগিরির সঞ্চালক।

বেশ কয়েক বছর ধরে ছোটপর্দায় চলছে দাদাগিরি। প্রত‍্যেক সিজনেই নতুন নতুন চমক নিয়ে হাজিন হন সৌরভ। শোতে তাঁর যেন এক অন‍্য রকম রূপ। একবার এই শোতেই সৌরভ মন্তব‍্য করেছিলেন, বাস্তব জীবনে তিনি আবির চট্টোপাধ‍্যায়। কিন্তু খেলার মাঠে তিনি জিৎ।

1657787759408
এ কাহিনি অবশ‍্য অনেক আগেকার, সেই ২০১৪ সালের। কিন্তু এমন মন্তব‍্য হঠাৎ করতে গেলেনই বা কেন সৌরভ? আসলে সে সময়ে নিজেদের ছবির প্রচারে দাদাগিরিতে এসেছিলেন জিৎ এবং আবির। দুজনের সঙ্গে গল্প, আড্ডায় মেতে ওঠেন ‘দাদা’। তখনি সৌরভ জিৎকে প্রশ্ন করেন, তিনি কি ‘দাদা’র মতোই ঠাণ্ডা মাথার মানুষ?

উত্তরে অবশ‍্য জিৎ বলেছিলেন, সেটা একমাত্র তাঁর স্ত্রীই ভাল বলতে পারবেন। তারপরেই মহারাজ বলে ওঠেন, বাস্তব জীবনে তিনি আবির, আর খেলার মাঠে জিৎ! দাদার কথায় হাসির রোল ওঠে সেটে। হাসিমুখে জিৎ বলেন, সৌরভ তাঁর অনুপ্রেরণা। তাই সবসময়ই সাধারণ জীবন যাপন করেন তিনি।

ওই শোতেই জিৎ আরো জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে পারিবারিক বিল্ডিং মেটিরিয়ালসের ব‍্যবসা করতেন তিনি। বন্ধুবান্ধবদের কথায় তিনি অভিনয়ে আসেন। মুম্বইয়েও গিয়েছিলেন ভাগ‍্য পরীক্ষা করাতে। একটি তেলুগু ছবিও করেছেন জিৎ। তারপর পাকাপাকি ভাবে টলিউডে।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই শেষ হয়ে গিয়েছে দাদাগিরির গত সিজন। দাদাগিরির অন্তিম পর্বে প্রতিযোগীদের সাহায‍্যের জন‍্য এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, সৃজিত মুখোপাধ‍্যায়ও। পাশাপাশি দাদাগিরিতে এই প্রথম একসঙ্গে পারফর্ম করেছেন সৌরভ ডোনা। গত ৫ জুন সম্প্রচারিত হয়েছিল দাদাগিরির অন্তিম পর্ব।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর